17 June 2018

বিদ্যুৎ অফিসে গিয়েও হাতপাখার বাতাস খেলেন শিক্ষা প্রতিমন্ত্রী



স্বদেশবার্তা ডেস্কঃ প্রায় ৪৮ ঘণ্টা টানা বিদ্যুৎ বিপর্যায়ের কারণ জানতে আজ রবিবার দুপুরে রাজবাড়ীর ওজোপাডিকোর বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র পরিদর্শনে যান শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলীতবে সেখানে গিয়েও তাকে বিদ্যুতহীন থাকতে হয়েছে প্রায় দশ মিনিটসে সময়ও গরম থেকে বাঁচতে হাতপাখা ব্যবহার করতে হয়েছে তাকেরাজবাড়ীর জেলা প্রশাসক মো. শওকত আলীও একই পরিস্থিতির শিকার হন

জানা গেছে, ঈদুল ফিতরের আগে ও পরে রাজবাড়ী জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড় ও বৃষ্টিতে বিদ্যুৎব্যবস্থার বিপর্যয় ঘটেছেফলে টানা প্রায় দুই দিন নেই বিদ্যুৎ, সেই সাথে রয়েছে তীব্র গরমযে কারণে ঈদ আনন্দে নেমে এসেছে বিষাদবেড়াতে আসা নারী, শিশুসহ স্থানীয় বাসিন্দাদের অনেকেই হয়ে যাচ্ছেন অসুস্থকেউ কেউ এই ভোগান্তি থেকে বাঁচতে ছুটি শেষ হবার আগেই ফিরে যাচ্ছেনকবে নাগাদ এই অসহনীয় অবস্থা দূর হবে, তা সঠিকভাবে বলতে পারছেন না খোদ বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা

এদিকে, বিদ্যুতের এই বিপর্যয় থেকে মুক্তি পেতে রবিবার দুপুরে রাজবাড়ীর ওজোপাডিকোর বিদ্যুৎ  সরবরাহ কেন্দ্রে ছুটে যান এমপি আলহাজ্ব কাজী কেরামত আলীতিনি বিদ্যুতের এই নাকাল অবস্থা সম্পর্কে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী আমিনুর রহমানের অফিস রুমে যানএর অল্প কয়েক মিনিট পর সেখানে আসেন জেলা প্রশাসক মো. শওকত আলীতারা ওই সময় ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী আমিনুর রহমানের কাছে জানতে চান এই বিপর্যায়ের কারণজবাবে নির্বাহী প্রকৌশলী বলেন, ঝড়ের কারণে ফরিদপুরের বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে থাকা ব্রেকার আগুনে পুড়ে গেছেআরেকটি ব্রেকার দিয়ে কোনরকমে সচল করা হয়েছে সংযোগ লাইনতবে সেধেছে সংযোগ লাইনগুলোঝড় ও বজ্রপাতের অতিরিক্ত বিদ্যুৎ প্রবেশের কারণে বিভিন্ন স্থানে ওই লাইনগুলো ক্ষতিগ্রস্থ হয়েছেস্বল্প সংখ্যক জনবল দিয়ে দিন-রাত তারা চেষ্টা করছেন লাইন চালু করারইতিমধ্যে জেলা শহরের কিছু লাইন চালু করা হলেও প্রত্যন্ত অঞ্চলের লাইনগুলো সচল করতে আরো কিছু সময় লাগবে

জেলা প্রশাসক মো. শওকত আলী বলেন, হাজারো মানুষ তাকে ফোন করছেন এই অসহনীয় অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্যতিনি মোবাইল ফোনে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলীকে না পেয়ে কার্যালয়ে ছুটে এসেছেনইতিমধ্যে লো-ভোল্টেজের কারণে তার বাসার একটি পাম্প পুড়ে গেছেসেই সাথে অসহ্য গরমে তিনিও ভুগছেনএ অবস্থার কারণ এবং কত সময়ের মধ্যে সমস্যার সমাধান হবে তা জানতেই তিনি এখানে এসেছেনতিনি এসে দেখেন এ কার্যালয়ে একই সমস্যা থেকে মুক্তি পেতে এসেছেন শিক্ষা প্রতিমন্ত্রী


এমপি বলেন, গত শনিবার প্রায় সারা রাত তিনি হাতপাখা দিয়ে কোনরকমে টিকে ছিলেনরবিবার ভোরে কিছু সময়ে জন্য বিদ্যুৎ আসলেও তা চলে যায়তা ছাড়া সাধারণ মানুষের পাশাপাশি অনেকেই ফোন করে বলেছেন, তাদের ফ্রিজের খাবার, পানির ট্যাঙ্কি থাকা পানিও শেষ হয়ে গেছেফলে হাহাকার এই অবস্থা থেকে মুক্তি পেতে তিনি এ কার্যালয়ে এসেছেনতিনি এ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীর পাশাপাশি ফরিদপুর ও ঢাকার উদ্ধর্তন কর্মকর্তাদের সাথেও কথা বলেছেনতারা দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি সন্তোষজনক অবস্থায় নিয়ে আসবেন বলে জানিয়েছে


শেয়ার করুন

0 facebook: