10 December 2018

কে এই মহান নারী ভিকার উন নেসা?


স্বদেশবার্তা ডেস্কঃ ঢাকার অন্যতম একটি শিক্ষা প্রতিষ্টান হচ্ছে ভিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজ। কিন্তু অনেকের জানা নেই কার অবদানে এমন একটি প্রতিষ্টান আজকের এই পর্যায়ে।

ভিকার উন নেসা নুন হচ্ছেন সংযুক্ত পাকিস্তানের ৭ম প্রধানমন্ত্রী ফিরোজ খান নুনের স্ত্রী। ১৯৫৭ সালের ১৬ই ডিসেম্বর থকে ১৯৫৮ সালের ৭ অক্টোবর পর্যন্ত ক্ষমতায় ছিলেন। ১৯৫৩ থেকে ১৯৫৬ পর্যন্ত পাঞ্জাবের মূখ্যমন্ত্রী ছিলেন। ১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত পূর্ব বাংলার গভর্ণর ছিলেন। ১৯৩৬ সাল থেকে ১৯৪১ পর্যন্ত যুক্তরাজ্যে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ছিলেন।

ভিকার উন নেসা ছিলেন একজন অস্ট্রিয়ান মহিলা। ১৯৪৫ সালে ফিরোজ খান নুনের সাথে বিবাহ সূত্রে আবদ্ধ হন। ইসলাম ধর্ম গ্রহন করে ভিক্টোরিয়া থেকে ভিকার উন নেসা নাম ধারন করেন। তিনি ছিলেন একজন সমাজকর্মী।

মেয়েদের জন্য ভদ্রমহিলা অনেক প্রতিষ্ঠান করে গেছেন। ভিকারুন্নেসা নুন স্কুলটি তার মধ্যে অন্যতম। স্কুলটি ঢাকার বেইলি রোডে অবস্থিত। ১৯৫২ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমানে স্বাধীন বাংলাদেশ) গভর্নর ফিরোজ খান নুনের সহধর্মিনী ভিকার উন নিসা নূন ঢাকায় মেয়েদের একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান শুরু করার লক্ষ্যে স্কুলটি প্রতিষ্ঠা করেন। তাঁর নামানুসারেই স্কুলটির নামকরণ করা হয়েছে। ভিকারুননিসা স্কুলের সাথে ক্ষেত্রবিশেষে উপমহাদেশের ইতিহাসের সংযোগ রয়েছে। এটি এখন বাংলাদেশের নামকরা স্কুলগুলোর মধ্যে অন্যতম।

আজ  ঐতিহাসিক বিদ্যালয়টি নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। তবে ভিকার-উন-নেসা বেগম তার প্রতিষ্ঠানটির এই দুরাবস্থা দেখার আগেই, ২০০০ সালে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন

ছবিঃ ফিরোজ খান নুন ও ভিকার-উন-নেসা নুন। 

ছবির উৎসঃ ফটো আর্কাইভ অব পাকিস্তান। সূত্রঃ উইকিপিডিয়া এবং ফেসবুক।


শেয়ার করুন

0 facebook: