আন্তর্জাতিক ডেস্কঃ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের এক নাইটক্লাবে গ্রাজুয়েশন পার্টিতে পদদলিত হয়ে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। শনিবার (১৬ জুন) ভোরে এ ঘটনা ঘটে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী নেস্টোর রেভেরোল বলেছেন, নাইটক্লাবে পার্টির সময় মারামারি শুরু হয়। এসময় টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। এসময় বের হতে গিয়ে পদদলিত হয়ে ১৭ জন নিহত হন।
তিনি জানান, পার্টিতে কমপক্ষে ৫শ’ জন উপস্থিত ছিলেন।
এ ঘটনায় সন্দেহভাজন সাতজনকে গ্রেফতার করা হয়েছে। ক্লাবটি বন্ধ করে দেওয়া হয়েছে। ক্লাবের মালিককেও গ্রেফতার করা হয়েছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: