17 June 2018

আফগানিস্তানে তালেবান জমায়েতে হামলা, নিহত ২৬


আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের নানগারহার প্রদেশের বাতিকোট জেলায় যুদ্ধবিরতি পালনকারী তালেবান ও আফগান নিরাপত্তা বাহিনীর একটি জমায়েতে বোমার বিস্ফোরণ ঘটালে অন্তত ২৬ জন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেপবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তালেবান ও আফগান বাহিনী যখন যুদ্ধবিরতি পালন করছে তখন এই হামলা হলো

বাতিকোট জেলায় শনিবারের এ হামলার কারণ এখনো অজানাবোমা হামলায় তালেবান যোদ্ধা ও বেসামরিক লোকজন হতাহত হয়েছেউগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠী আইসআইএস বা দায়েশ এ হামলার দায়িত্ব স্বীকার করেছেতবে এ সম্পর্কে বিস্তারিত কিছু বলে নি সন্ত্রাসী গোষ্ঠীটি

এদিকে, আফগান স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াইস আহমাদ বারমাক তালেবান নেতাদের সঙ্গে শনিবার রাজধানী কাবুলে সাক্ষাৎ করেছেনএছাড়া, বাতিকোট জেলায় আফগান নিরাপত্তা বাহিনী ও তালেবান যোদ্ধারা ঈদের দ্বিতীয় দিনে একসঙ্গে নামায পড়েছেকয়েকদিন আগেও এমন দৃশ্য আফগানিস্তানে কল্পনা করা যেত নানামাজের পাশাপাশি তালেবান যোদ্ধা ও নিরাপত্তা বহিনীর সদস্যরা এক অপরের সঙ্গে কোলাকুলি করে

তালেবানের এক সদস্য বলেন, “আমরা এখানে এসেছি আমাদের পুলিশ ও সেনাবাহিনীর ভাইদেরকে শুভেচ্ছা জানাতেআমরা এখন যুদ্ধবিরতি পালন করছিসবাই যুদ্ধের কারণে ক্লান্তযদি আমাদের নেতারা যুদ্ধবিরতি অব্যাহত রাখার নির্দেশ দেন তাহলে আমরা তা চিরদিনের জন্য পালন করে যাব


শেয়ার করুন

0 facebook: