![]() |
স্বদেশবার্তা ডেস্কঃ মৌলভীবাজারে
বন্যার পানির স্রোতে ভেসে গিয়ে আটজনের মৃত্যু হয়েছে। জেলা প্রশাসক মুহম্মদ তোফায়েল ইসলাম এ তথ্য নিশ্চিত
করেছেন।
গতকাল রোববার
সন্ধ্যায় তোফায়েল ইসলাম এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, এ পর্যন্ত বন্যার স্রোতে ভেসে গিয়ে মৌলভীবাজারের বিভিন্ন স্থানে আটজনের মৃত্যু
হয়েছে। তাদের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
তবে গতকাল রাতে
মৌলভীবাজার শহরের উত্তর মোস্তফাপুর এলাকায় পানির তোড়ে ভেসে গিয়ে নিহত একজনের নাম
সোবহান বলে জানা যায়।
জেলা প্রশাসক
তোফায়েল ইসলাম জানান, জেলার একটি পৌরসভা ও চারটি
উপজেলায় বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কাজ করছে। এ পর্যন্ত ৫০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া বন্যা আক্রান্ত এলাকায় ১০
লাখ টাকা বিতরণ করা হয়েছে। গত কয়েক দিনের এই অব্যাহত বন্যায় মনু ও ধলাই নদীর
বিভিন্ন স্থানে ২৫টি ভাঙন দিয়ে পানি
প্রবেশ করে এই বন্যার সৃষ্টি হয়।
মৌলভীবাজার
শহরের চাঁদনীঘাটে মনু নদীর পানি কমতে শুরু করলেও এখনও বিপদ সীমার ওপর দিয়ে
প্রবাহিত হচ্ছে। অপরদিকে কুলাউড়া উপজেলার শরীফপুরে মনু নদীর পানি ও কমলগঞ্জে ধলাই নদীর পানি
বিপৎসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে।
![]() |
দুর্যোগ
মোকাবিলা, উদ্ধারকাজ ও অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত সেনাবাহিনী, বিজিবি ও ফায়ার সার্ভিস
পরিস্থিতি মোকাবিলায় কাজ করে যাচ্ছে। এ ছাড়াও সার্বিক তদারকিতে রয়েছে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও মৌলভীবাজার পৌরসভা।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: