18 June 2018

মৃত মায়ের কফিনের নিচে চাপা পড়ে সন্তানের মৃত্যু (ভিডিওসহ)

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার দক্ষিণ সোলাওয়েসির উত্তর তারোজা এলাকায় এক শেষকৃত্যের অনুষ্ঠানে মায়ের কফিনের নিচে চাপা পড়ে মারা গেছে সামেন কুনদুরুয়া নামে এক ব্যক্তিখবর মিরর ডট কমের। 

গেলো শুক্রবার মায়ের শেষকৃত্যের সময় শববাহকদের হাত থেকে পিছলে কফিন পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান কুনদুরুয়া মিররের প্রতিবেদনে বলা হয়, ইন্দোনেশিয়ার শেষকৃত্য অনুষ্ঠানকে বলা হয় লাক্কেয়ানএই ঐতিহ্যবাহী শেষকৃত্য অনুষ্ঠানে মৃত মানুষের মরদেহকে কফিনে করে একটি কাঠের ঘরে সংরক্ষণ করে রাখা হয়ওই কাঠের ঘরে মৃত ওই নারীকে নিয়ে যাচ্ছিলেন ১২ জন শববাহকশববাহকদের মধ্যে নারীর সন্তানও ছিলেন

কফিন তুলতে গিয়ে বাঁশ দিয়ে বানানো সিঁড়ি ভেঙে মাথায় গুরুতর আঘাত পান ওই নারীর সন্তানপরে হাসপাতালে নেয়ার পথে কুনদুরুয়া মারা যান বলে নিশ্চিত করা হয়েছে

হৃদয়বিদারক এ দৃশ্যটি তৎক্ষণাৎ ক্যামেরায় ধারণ করা হয়পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়ে যায় সর্বশেষ খবরে জানা যায়, কুনদুরুয়াকে তারা মা বার্থার পাশে সমাহিত করা হয়েছে


স্থানীয় তানা তারোজা রিসোর্ট পুলিশের চিফ কমিশনার জুলিয়ান্তো সিরেইত বলেন, মায়ের কফিন লাক্কিয়ানে উঠানোর সময় বাঁশ দিয়ে বানানো মই ভেঙে যায় এবং ভিকটিম আঘাত পান


শেয়ার করুন

0 facebook: