![]() |
আন্তর্জাতিক ডেস্কঃ গুয়েতেমালার ‘ফুয়েগো’ অগ্ন্যুৎপাতে নিখোঁজদের উদ্ধার কার্যক্রম বন্ধ করা হয়েছে।
রোববার (১৭ জুন) বিবৃতিতে এ তথ্য জানায় দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।
দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কনরেড আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছে, ‘ফুয়েগো’ অগ্ন্যুৎপাতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১১০ জন। এছাড়া নিখোঁজ রয়েছেন ১৯৭ জন।
তারা আরও জানায়, এসকুইন্টলা শহরের সান মিগুয়েল লস লোটেস ও এল রোদেও অঞ্চলে নিখোঁজদের উদ্ধার কার্যক্রম চূড়ান্তভাবে স্থগিত করা হয়েছে। এই অঞ্চলটি এখন বসবাস অযোগ্য এবং খুবই ঝুঁকিপূর্ণ।
এসকুইন্টলা শহরে ১২টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। যেখানে প্রায় ২৮০০ জন আশ্রয় নিয়েছেন। পার্শ্ববর্তী অঞ্চলের কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন আরও ৭৭০ জন।
গত ৩ জুন গুয়েতেমালার রাজধানীর ৪৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ফুয়েগো নামের এই আগ্নেয়গিরিটি জেগে ওঠে। পরে চারদিক ছড়িয়ে পড়তে থাকে ছাই। আগ্নেয়গিরির লাভা-ছাইয়ে আক্রান্ত হতে থাকে বারানকাস দে সেনিজাস, মিনারেল, সেকা, তানিলুয়া, লাস লাজাস, বারানকা হোন্ডাসহ অনেক জনপদ।
জানা গেছে, এই আগ্নেয়গিরিতে সর্বপ্রথম ১৯৭৪ সালে অগ্ন্যুৎপাত হয়। তারপর থেকে নিয়মিত বিরতিতে এর লাভা-ছাই ছড়াতে থাকে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: