18 June 2018

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ১৮


আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের নানগরহর প্রদেশের জালালাবাদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৮ জনের প্রাণহানিসহ কয়েক ডজন মানুষ আহত হয়েছেন

রোববার (১৭ জুন) জালালাবাদ শহরে আঞ্চলিক গর্ভনর কার্যালয়ের সামনে এ বোমা বিস্ফোরণ ঘটানো হয়

একই প্রদেশে ঈদের জমায়েতে আত্মঘাতী বোমা হামলায় সাধারণ মানুষ, সরকারি বাহিনী ও তালেবান সদস্যসহ ৩৬ জন নিহত হওয়ার ঘটনার একদিন পর জালালাবাদে এ আত্মঘাতি বোমা হামলার ঘটনা ঘটেছে

এখন পর্যন্ত কোনো গ্রুপই রোববারের বোমা হামলার দায় স্বীকার দ‍ায় নেয়নিতবে শনিবারের বোমা হামলা আইএসর আফগান শাখা চালিয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে

নানগরহর প্রদেশের স্বাস্থ্য পরিচালক নজিবুল্লাহ কামাওয়াল সংবাদ মাধ্যকে বিষয়টি নিশ্চিত করে জানান, রোববারের বোমা হামলায় ১৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছে ৪৯ জন

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর রয়েছেমৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি


শেয়ার করুন

0 facebook: