ফাইল ছবি |
স্বদেশবার্তা ডেস্কঃ আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করলে বিএনপির দেশ ছেড়ে পালাতে হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের জবাবে তিনি বলেছেন, আওয়ামী লীগ চায় বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক। বিএনপিই বরং নিজেদের পরাজয়ের কথা বুঝতে পেরে নির্বাচন থেকে পালাতে চাচ্ছে। আপনারা নির্বাচন থেকে পালাবেন না। গত নির্বাচনে অংশগ্রহণ না করে যে ভুল করেছেন এবার তা করবেন না। হয়তো আগামী নির্বাচনে অংশগ্রহণ না করলে বিএনপির দেশ ছেড়ে পালাতে হতে পারে।
আজ শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
খালেদা জিয়ার কারাবাস প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে অনেকেই রাজনৈতিক কারণে কারাগারে গিয়েছিলেন। কিন্তু খালেদা জিয়া রাজনৈতিক কারণে কারাগারে যাননি। বিএনপি নেত্রী দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন। আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।
তিনি আরো বলেন, খালেদা জিয়া গণতন্ত্রের নেত্রী নন। তিনি হলেন সন্ত্রাস, দুর্নীতি আর ঘৃণার নেত্রী।
0 facebook: