স্বদেশবার্তা ডেস্কঃ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ২ নং পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মকিমুল
ইসলাম মকিম পারুলিয়া ইউনিয়নের সোনাডাঙ্গা গ্রামে মসজিদ ভেঙ্গে মন্দির করার হুমকি দিয়েছেন।
চেয়ারম্যানের
এমন নির্দেশনার কারন জানতে চাইলে এলাকাবাসীরা বলেন, পারিবারিক জমিজমা ক্রয় সংক্রান্তের জের
ধরে এমন অবাঞ্ছনীয় কটূক্তি করেছেন বলে জানা যায়। তারা আরো বলেন চেয়ারম্যান শেখ মকিমুল
ইসলাম মকিম তার চাচা মোরাদ হোসেনের কাছ থেকে একখণ্ড জমি ক্রয় করতে চেয়েছিলেন এবং
টাকা পরে দিবে বলে সেই জমি তার নামে রেজিস্টারি করাতে চেয়েছিলেন। কিন্তু তার চাচা
সেই জমি তাকে না দিয়ে নগদ টাকার বিনিময়ে মকিম চেয়ারম্যানের বড় ভাই শেখ মতিন এর
নিকট বিক্রয় করেন। শেখ মতিন (চেয়ারম্যানের বড় ভাই) তার চাচার নিকট থেকে ক্রয়কৃত
জমির ৩ শতক জমি মসজিদে দান করেন।
চেয়ারম্যান
শেখ মকিমুল ইসলাম মকিমকে জমি না দেওয়ায় রাগান্বিত হয়ে তিনি জনসম্মুমে বলেন, এ জমি
যদি মসজিদে দান করা হয় তাহলে আমি মসজিদ ভেঙ্গে এখানে মন্দির নির্মাণ করবো।
তার এমন
নির্দেশনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং তিনি এখনো জনরোষে
রয়েছেন।
নিজেকে
রক্ষার্থে চেয়ারম্যান তার বাংলোর ভিতরে দরজা জানালা আটকিয়ে অবরুদ্ধ অবস্থায় অবস্থান
করছেন।
এবিষয়ে
পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকিমুল ইসলাম মকিমের সঙ্গে মোবাইল ফোনে বার
বার যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
খবর বিভাগঃ
অপরাধ
জেলা সংবাদ
0 facebook: