![]() |
ফাইল ছবি |
স্বদেশবার্তা ডেস্কঃ ভাগ্য বদলের আশায় হাজারো স্বপ্ন বুকে নিয়ে আপনজন ছেড়ে পাড়ি দিয়েছিলেন ভিনদেশে। কিন্তু কে জানতো এই স্বপ্নযাত্রা তাদের কাছে দুঃসহ যন্ত্রণা হয়ে ধরা দেবে? নিঃস্ব হয়ে ফিরতে হবে নিজ দেশে। এমনই হতভাগা ২২ নারী মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরেছেন।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে ভয়াবহ শারীরিক ও মানসিক নির্যাতনের ক্ষত নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন ওই ২২ নারী।
শাহজালাল বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তা তানভীর হোসেন আমাদের সময়কে বলেন, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় আসেন ২২ নারী। সৌদিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগীতায় তাদের ফিরিয়ে আনা হয়েছে। দেশে ফিরে ভয়াবহ নির্যাতনের বর্ণনা দিয়েছেন হতভাগা ওই নারীরা।
তানভীর হোসেন আরও জানান, বাংলাদেশে ফিরে আসা ওই নারীদের অনেকের কাছে বাড়িতে ফেরার মতো ভাড়ার টাকাও কাছে ছিলো না। পরে প্রবাসী কল্যাণ ডেস্কের পক্ষ থেকে তিনজনকে গাড়ি ভাড়ার টাকা দেওয়া হয়েছে।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: