![]() |
স্বদেশবার্তা ডেস্কঃ আর্জেন্টিনা ও
নাইজেরিয়ার খেলা দেখার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সেলিম হোসেন (৪৫) নামে
আর্জেন্টিনার এক সমর্থকের মৃত্যু হয়েছে। গতকাল রাতে এই ঘটনা ঘটে। নিহত সেলিমের বাড়ি মহানগরীর মহলদারপাড়া এলাকায়।
প্রত্যক্ষদর্শী
সূত্রে জানা গেছে, খেলার শুরুতে আর্জেন্টিনা গোল
করার পর থেকেই উত্তেজিত ছিল এই সমর্থক। পরে যখন প্রতিপক্ষ আর্জেন্টিনার জয়সূচক গোলটি পেনাল্টিতে
পরিশোধ করেন তখন বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার আশঙ্কায় মলিন হয়ে গিয়েছিল সেলিমের চোখ-মুখ।
খেলার
দ্বিতীয়ার্ধেও শেষদিকে আর্জেন্টিনা যখন জয়সূচক দ্বিতীয় গোল করে, তখন উল্লাস করতে গিয়ে চেয়ার থেকে নিচে পড়ে যান সেলিম। সেই সময়ই হৃদরোগে আক্রান্ত হন
তিনি। পরে তাকে উদ্ধার করে রাজশাহী
মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী
রফিকুল ইসলাম পলাশ নামে আর্জেন্টিনার এক সমর্থক বলেন, ‘এভাবে আমাদের একজন সমর্থকের হঠাৎ চলে যাওয়া আমি কোনভাবেই মেনে নিতে পারছি না। আমরা সবাই গোল উৎসব করেছি। কিন্তু নিজেকে সব সময় ধরে
রাখতে হবে। নিজেকে কন্ট্রোল করতে না পেরে
তাকে ওপাড়ে পাড়ি জমাতে হয়েছে।’
খবর বিভাগঃ
বিভাগীয় সংবাদ
রাজশাহী বিভাগ
0 facebook: