![]() |
ফাইল ছবি |
স্বদেশবার্তা ডেস্কঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামী ৩ জুলাই দিন ধার্য করেছেন হাইকোর্ট। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।
একই সঙ্গে আদালত এই আপিলে যে পেপার বুক (মামলার যাবতীয় নথি) ২৪ ঘণ্টার দমধ্যে খালেদা আইনজীবীকে সরবরাহ করার জন্য সংশ্লিষ্ট শাখাকে আদেশ দেওয়া হয়েছে।
এর আগে গত রোববার দুদকের আবেদনে সাজার বিরুদ্ধে করা আপিল শুনানি কবে শুরু হবে সে ব্যাপারে আদেশের জন্য গত সোমবার দিন ধার্য ছিল। কিন্তু ওই দিন আপিল শুনানির জন্য প্রস্তুত না হওয়ায় শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেছিলেন না হাইকোর্ট। আপিল শুনানির জন্য প্রস্তুত হয়েছে কিনা সেকশনকে আজ বুধবারের মধ্যে তা জানাতে বলেছিলেন আদালত।
গত ১৬ মে এই মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখে সাজার বিরুদ্ধে করা আপিল ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির আদেশ দেওয়া হয়। ৮ ফেব্রুয়ারি এ মামলার রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থ দণ্ডাদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫। বয়স ও সামাজিক মর্যাদার কথা বিবেচনা করে আদালত তাকে এই দণ্ডাদেশ দেন। এর পর থেকে খালেদা জিয়া নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে আছেন।
0 facebook: