![]() |
আন্তর্জাতিক ডেস্কঃ ইংল্যান্ডের নর্দামবারল্যান্ডের একটি বেসকারি কারগারে দুই বন্দীর বিবস্ত্র হয়ে মারপিট করেছেন।মরপিটের সময় ওই দুই বন্দীর ‘কুকুরের মতো ভঙ্গিতে’ মারপিট করা একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে।
জানা গেছে, ওই দুই বন্দীই ‘স্পাইস’ নামের এক ধরনের মাদক নিয়েছিলেন। ওই মাদকের প্রভাবেই তারা এমন ভয়ঙ্কর মারামারিতে লিপ্ত হয়েছিলেন। মারামারির সময়ে তাদের গলায় দড়ি লাগানো ছিল এবং তারা হাঁটু গেড়ে মারামারি করছিলেন বলে দেখতে অনেকটা ‘কুকুরের মারপিটের’ মতো লাগছিল বলে বর্ণনা করেছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মিরর। ভিডিওটিকে ভয়ঙ্কর ও উদ্বেগজনক বলছেন অনেকে।
গাছের ছাল-বাকলের সঙ্গে বিভিন্ন রাসায়নিক মিশিয়ে স্পাইস নামের এ উচ্চ পর্যায়ের মাদকটি তৈরী করা হয়। এটি ‘সিনথেটিক মারিজুয়ানা’ নামেও পরিচিত। এ মাদকের প্রভাবে মানুষ ভয়ঙ্কর হ্যালুসিনেশনের মুখোমুখি হয়।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, দুইজন নগ্ন পূর্ণবয়স্ক মানুষ একে অপরকে কামড়াচ্ছে, মাথায় আঘাত করছে। আর পোশাক পরা অন্য দুজন অনতিদূরে দাঁড়িয়ে তাদেরকে উসকানি দিচ্ছে। ভিডিওটি করাও হয়েছে একটি মোবাইল ফোন দিয়ে। যে মোবাইলটি আইন ভঙ্গ করে গোপনে জেলের ভেতর ব্যবহার করা হচ্ছে।
ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হওয়ার পর দ্য প্রিজন অফিসার্স অ্যাসোসিয়েশনের (পিওএ) পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় জেলখানাগুলোতে স্পাইসের মতো মাদক কীভাবে ছড়িয়ে পড়ে তার একটি খারাপ উদাহরণ এটি।
পিওএ’র কর্মকর্তা গ্লেইন ট্রাভিস বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক। জেলাখানায় মাদকের উপস্থিতি খুব সিরিয়াস, কিন্তু অনেক সাধারণ একটা ব্যাপারে পরিণত হয়েছে। নর্দামবারল্যান্ডের বেসকারি জেলখানাতেই শুধু এটা হচ্ছে না, দেশের অনেক জেলখানাতেই এটা হচ্ছে।’
তিনি বলেন ‘এই ভিডিওর মতো জেলখানার জীবনও দুঃখজনক।’
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: