27 June 2018

কারাগারে ২ বন্দীর নগ্ন মারপিট (ভিডিওসহ)


আন্তর্জাতিক ডেস্কঃ ইংল্যান্ডের নর্দামবারল্যান্ডের একটি বেসকারি কারগারে দুই বন্দীর বিবস্ত্র হয়ে মারপিট করেছেনমরপিটের সময় ওই দুই বন্দীর কুকুরের মতো ভঙ্গিতেমারপিট করা একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে

জানা গেছে, ওই দুই বন্দীই স্পাইসনামের এক ধরনের মাদক নিয়েছিলেনওই মাদকের প্রভাবেই তারা এমন ভয়ঙ্কর মারামারিতে লিপ্ত হয়েছিলেনমারামারির সময়ে তাদের গলায় দড়ি লাগানো ছিল এবং তারা হাঁটু গেড়ে মারামারি করছিলেন বলে দেখতে অনেকটা কুকুরের মারপিটেরমতো লাগছিল বলে বর্ণনা করেছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মিররভিডিওটিকে ভয়ঙ্কর ও উদ্বেগজনক বলছেন অনেকে

গাছের ছাল-বাকলের সঙ্গে বিভিন্ন রাসায়নিক মিশিয়ে স্পাইস নামের এ উচ্চ পর্যায়ের মাদকটি তৈরী করা হয়এটি সিনথেটিক মারিজুয়ানানামেও পরিচিতএ মাদকের প্রভাবে মানুষ ভয়ঙ্কর হ্যালুসিনেশনের মুখোমুখি হয়

ভিডিওটিতে দেখা যাচ্ছে, দুইজন নগ্ন পূর্ণবয়স্ক মানুষ একে অপরকে কামড়াচ্ছে, মাথায় আঘাত করছেআর পোশাক পরা অন্য দুজন অনতিদূরে দাঁড়িয়ে তাদেরকে উসকানি দিচ্ছেভিডিওটি করাও হয়েছে একটি মোবাইল ফোন দিয়েযে মোবাইলটি আইন ভঙ্গ করে গোপনে জেলের ভেতর ব্যবহার করা হচ্ছে

ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হওয়ার পর দ্য প্রিজন অফিসার্স অ্যাসোসিয়েশনের (পিওএ) পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় জেলখানাগুলোতে স্পাইসের মতো মাদক কীভাবে ছড়িয়ে পড়ে তার একটি খারাপ উদাহরণ এটি

পিওএর কর্মকর্তা গ্লেইন ট্রাভিস বলেন, ‘এটা দুর্ভাগ্যজনকজেলাখানায় মাদকের উপস্থিতি খুব সিরিয়াস, কিন্তু অনেক সাধারণ একটা ব্যাপারে পরিণত হয়েছেনর্দামবারল্যান্ডের বেসকারি জেলখানাতেই শুধু এটা হচ্ছে না, দেশের অনেক জেলখানাতেই এটা হচ্ছে

তিনি বলেন এই ভিডিওর মতো জেলখানার জীবনও দুঃখজনক


শেয়ার করুন

0 facebook: