আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় তৃণমূল কংগ্রেসের চার নেতা নিহত হয়েছেন। ওই ঘটনায় একই গাড়িতে থাকা আরো দুজন নিহত হয়েছে।
আজ বুধবার ভোরে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানার দইসাই এলাকার ১১৬ বি জাতীয় সড়কে ওই দুর্ঘটনা হয়।
ওই চার নেতা কান্দি পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য। তাঁরা হলেন, হায়দার আলী, সমরনাথ ঘোষ, কালাম শেখ, দেবসাগর দে। এ ছাড়া নিহত প্রদীপ কুমার দাস গাড়িটির চালক এবং অসিত দাস তাঁর সহকর্মী। নিহতরা প্রত্যেকেই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কান্দি এলাকার বাসিন্দা।
জানা যায়, ওই চার নেতা পশ্চিমবঙ্গের সমূদ্র সৈকত দীঘায় যাচ্ছিলেন। যাওয়ার পথে মারিশদা এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে পর্যটকবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় আহত হয়েছেন ২০ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিত বসু জানান, ভোর সাড়ে ৫টা নাগাদ দীঘাগামী গাড়ির সঙ্গে উল্টোদিক থেকে আসা দীঘা-হাওড়াগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পাঁচজন ঘটনাস্থলেই মারা যায়। অসিত দাসকে কাথি মহকুমা হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি।
ইন্দ্রজিত বসু জানান, আহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও আছে। তবে অধিকাংশ আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। দুর্ঘটনার কারণে ওই সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: