27 June 2018

দিরাইয়ের জগদল কলেজের সংযোগ সড়ক বেহাল অবস্থা; বর্ষা এলেই দুর্দশা বাড়ে ছাত্র-ছাত্রীদের


এম এস এইচ কামরুল, দিরাই প্রতিনিধিঃ পূর্ব দিরাইয়ের উচ্চ শিক্ষার একমাত্র বিদ্যাপীঠ হচ্ছে জগদল কলেজ। হাওর বেষ্টিত ভাটি বাংলার সবুজ পল্লিতে এলাকার কোমলমতি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার দ্বার উন্মোচন করার মহান লক্ষ্য নিয়ে ১৯৯৫ ইং সনে হেরা চাপতি নদীর তীরে প্রতিষ্ঠিত হয় উক্ত কলেজ খানা। ছাত্র-ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে পার্শবর্তী জগদল বাজারের সাথে সংযোগ করা হয় সড়কটি। কিন্তু সড়কটির প্রস্থ ও উচ্চতা পর্যাপ্ত পরিমাণ না হওয়ায় প্রতিবছর বর্ষা এলেই ডুবে যায়। ফলে ছাত্র-ছাত্রীদের দুর্দশা বেড়ে যায় চরমে। জানা যায় সাবেক এমপি প্রয়াত সুরন্জিত সেন গুপ্ত ও দিরাই পৌরসভার সাবেক মেয়র মুহম্মদ আজিজুর রহমান বুলবুলের অনুদানে সড়কের কিছু উন্নয়ন হলেও পরবর্তীতে  আর কোন সংস্কার করা হয়নি। জগদল বাজার পরিচালনা কমিটির সভপতি ও  কলেজ গভর্ণিং বডির সদস্য আলহাজ্ব ডাঃ বজলুন্নুর এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, উক্ত সংযোগ সড়কটির উন্নয়নে সঠিক পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। সড়কটি একদিকে হাওর ও অন্যপাশে নদী থাকায় ঢেউ লেগে ভেঙ্গে যায়। তাই উচ্চতা বৃদ্ধির পাশাপাশি প্রটেকশন ওয়াল বা প্লেট বসাতে হবে। এ জন্য দীর্ঘ মেয়াদী উন্নয়ন করতে হবে।

এ ব্যাপারে এলাকাবাসীর অভিযোগ, সড়কটির উন্নয়নে জনগণের নির্বাচিত প্রতিনিধি ও কলেজ কর্তৃপক্ষের উদাসীনতা রয়েছেন। নতুবা গুরুত্বপূর্ণ উক্ত সড়কের এধরণের বেহাল দশা হতোনা। তাই ছাত্র-ছাত্রীদের দুর্দশা লাঘবে সাঁকো নয়, বরং মাটি ভরাট করে সড়কটি পাকাকরণ একান্ত প্রয়োজন। এই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগী একালাবাসি।


শেয়ার করুন

0 facebook: