29 June 2018

কাল ট্রাম্পবিরোধী লাখো মানুষের সমাবেশ


আন্তর্জাতিক ডেস্কঃ অবৈধ অভিবাসন থামাতে মার্কিন প্রেসিডেন্ট যে শূন্য সহনশীলতা নীতিগ্রহণ করেছে, এর প্রতিবাদে আগামীকাল শনিবার যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ সমাবেশ হতে যাচ্ছেআয়োজকরা জানিয়েছেন, শুধু ওয়াশিংটনেই তিন লাখের বেশি মানুষ প্রতিবাদী এ মিছিলে যোগ দেবেন

ইউএসএটুডে বৃহস্পতিবার জানিয়েছে, ৫০টি রাজ্যেই গণমিছিল হবেপ্রতিটি রাজ্যেই অন্তত একটি করে মিছিলের আয়োজন করা হয়েছে৩০টি করে মিছিল হবে টেক্সাস ও ম্যাসাচুসেটস রাজ্যেসব মিলিয়ে এ রকম ৬২৮টি মিছিলে অংশ নেবেন কঠোর অভিবাসন নীতিবিরোধীরা

এই নীতি থেকে কিছুটা সরে এসেছে ট্রাম্প প্রশাসনকিন্তু এখনো মেক্সিকো সীমান্তে দুই হাজারের বেশি শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন রয়েছেএই পারিবারিক বিচ্ছিন্নতা ঘোচানোর নির্দেশ দিয়েছেন মার্কিন এক বিচারকক্যালিফোর্নিয়ার ওই বিচারক বলেছেন, ৩০ দিনের মধ্যেই বিচ্ছিন্ন শিশুদের নিজ নিজ পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবেএদিকে ট্রাম্পের কঠোর নীতির পরিবর্তনকামী অধিকার কর্মীরা আদালতে লড়াই চালিয়ে যাচ্ছেনযুক্তরাষ্ট্রের অন্তত ১৭টি রাজ্যে এ নীতির বিরুদ্ধে মামলা হয়েছেএই নীতিকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিকহিসেবে উল্লেখ করে বিচ্ছিন্নতা বন্ধ করার পক্ষে রায় দেওয়ার জন্য আবেদন করেছেন অধিকারকর্মীরাগত আট মাসে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সীমান্তে নব্বই হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়েছে


শেয়ার করুন

0 facebook: