আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের রাজধানী দিল্লিতে রোববার সকালে একই পরিবারের ১১ জনের মৃতদেহ পাওয়া গেছে। প্রাথমিক খবরে জানা গেছে, ১১ জনের মধ্যে ১০ জনেরই মৃতদেহ রেলিংয়ে ঝুলছিল। এসময় মৃতদেহগুলোর মুখ ও চোখ বাঁধা ছিল। আরেক জনের মৃতদেহ ফ্লোরে পড়ে থাকা অবস্থায় পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে সাতজন নারী ও চার পুরুষ। খবর হিন্দুস্তান টাইমসের।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য ওই মৃতদেহগুলো গুরু গোবিন্দ সিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। তবে ওই ব্যক্তিরা আত্মহত্যা করেছে নাকি তাদের হত্যা করা হয়েছে সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ।
সূত্রগুলো জানাচ্ছে, ১০ জনের চোখ বাঁধা ছিল এবং তাদের মৃতদেহগুলো একটি রেলিংয়ের সঙ্গে ঝুলছিল। তবে একটি মৃতদেহ ফ্লোরে পড়েছিল। তারা বলছে, এই পরিবারের একটি মুদি দোকান রয়েছে।
সূত্রগুলো আরও জানিয়েছে, নিহতদের মধ্যে দুই ভাই, তাদের স্ত্রী এবং দুই কিশোর ছেলে, বয়োবৃদ্ধা মা ও চার বোন রয়েছে। বয়োবৃদ্ধা নারীটির দেহ ফ্লোরে পাওয়া গেছে। পুলিশের সন্দেহ তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: