মুহম্মদ তাজুদুর রহমানঃ মৌলভীবাজার জেলার অন্যতম সুনামধন্য আলহাজ্জ্ব মুহম্মদ মখলিছুর রহমান ডিগ্রী কলেজের ১৮-১৯ইং সেশনের একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিংবডির সভাপতি আলহাজ্জ্ব এম এ রহিম (সিআইপি) এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য মুহম্মদ ফিরোজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মসুদ আহমদ,কলেজের আজীবন দাতা সদস্য মুহম্মদ মুজিবুর রহমান মুজিব ,সাংবাদিক ও সমাজকর্মী চৌধুরী মুহম্মদ মেরাজ ও অন্যান্যের মধ্যে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মাওলানা মুহম্মদ আব্দুর রাজ্জাক।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ এয়ারফোর্সের সাবেক ওয়ারেন্ট অফিসার আবু সাঈদ মুহম্মদ শুকুর,দু’ঘর শ্রীমতি উচ্চ বিদ্যালয়ের গভর্নিংবডির বর্তমান সভাপতি এরশাদ প্রমুখ। তাছাড়াও অনুষ্ঠানে কলেজের প্রভাষকবৃন্দ নবীন ও প্রবীন শিক্ষার্থীরা তাদের অভিব্যক্তি প্রকাশ করে বক্তব্য রাখেন।
কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্জ্ব এম এ রহিম (সিআইপি) নবীন শিক্ষার্থীদেরকে ভালো পড়াশুনা ও ভবিষ্যত জীবন যুদ্ধে প্রস্তুত হওয়ার আহ্বান জানান। তিনি কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যেও উদ্দেশ্য নিয়ে বলেন শুধুমাত্র নিজ এলাকার দারিদ্র পরিবারের ছেলে-মেয়েরা যাতে বিনা খরচে ভালো পড়াশুনা করতে পারে ও তারা নিজেদেরকে ভালোভাবে তৈরী করতে পারে এবং পরিবার,সমাজ এ দেশের উন্নয়নে নিবেদিত হতে পারে ইতিমধ্যে কলেজের ঈর্ষনীয় অনেক ফলাফল অর্জন করায় কলেজ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দকে ধন্যবাদ জানান।
খবর বিভাগঃ
জেলা সংবাদ
মৌলভীবাজার
শিক্ষা
0 facebook: