01 July 2018

ভারতে মুসলিম মেয়েকে বিয়ে করায়, ছেলের বাবাকে থুতু চাটালো পঞ্চায়েত


ছেলে মুসলিম ধর্মে বিয়ে করেছেএর সাজা হিসেবে থুতু ফেলে ঐ থুতু চাটতে বাধ্য করা হয়েছে ছেলের বাবাকেউত্তরপ্রদেশের বুলন্দশহরে সোনদা হাবিবপুর গ্রামে ঘটনাটি ঘটেছেস্থানীয় পঞ্চায়েত এই শাস্তি দেয়শুধু তাই নয়, শ্রীকৃষ্ণ নামের ওই ব্যক্তির পরিবারকে গ্রাম ছেড়ে চলে যাওয়ারও নির্দেশ দেয়া হয়েছেখবর আনন্দবাজারের

শ্রীকৃষ্ণ জানিয়েছেন, পঞ্চায়েতের বৈঠকের সময় আমাকে থুতু ফেলে চাটতে বলা হয়কারণ আমার ছেলে এক মুসলিম নারীকে বিয়ে করেছেপঞ্চায়েত আমাকে গ্রামছাড়া হতেও বলেছে

তার অভিযোগ, পঞ্চায়েতের লোকজন আমার স্ত্রী ও মেয়েকে নগ্ন করে ঘোরানো উচিত বলেও দাবি তুলেছিল

শ্রীকৃষ্ণ বলেছেন, তার ছেলে এবং ওই মুসলিম নারী আদালতে বিয়ের রেজিস্ট্রিও করেছে

এদিকে স্থানীয় খুরজানগর থানা প্রথমে এই ঘটনার অভিযোগ নিতে অস্বীকার করলেও পরে পাঁচজনের নামে অভিযোগ দায়ের হয়েছেদেহাত বুলন্দশহরের পুলিশ সুপার জানিয়েছেন, এ ব্যাপারে তারা অভিযোগ পেয়েছেনবিষয়টির তদন্ত চলছেদোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন

অন্যদিকে ভিন্ন ধর্মে বিয়ে করায় শ্রীকৃষ্ণের পুত্রবধূর পরিবারও তার পরিবারের নামে থানায় অভিযোগ দায়ের করেছেকিন্তু আদালত সেই মামলা খারিজ করে দেয়প্রাপ্তবয়স্ক দুই ব্যক্তিকে একসঙ্গে থাকার অনুমতিও দেয়া হয়

রাজিয়া আদালতে বলেন, তার স্বামী শিবকুমারের সঙ্গে শ্বশুরবাড়িতেই তিনি থাকতে চানস্বেচ্ছায় শিবকুমারের সঙ্গে চলে গিয়েছিলেন রাজিয়াএরপর আদালত তাদের পুনর্বিবাহের নির্দেশ দেয়


শেয়ার করুন

0 facebook: