মুহম্মদ
তাজুদুর রহমানঃ মৌলভীবাজারের কমলগঞ্জে সোমবার ২৫ জুন দিবাগত রাত ১২ টার সময় চোলাই মদ
ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ।
থানা
সুত্র জানা যায়, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোক্তাদির হোসেন পিপিএম এর নির্দেশ মোতাবেক
বিশেষ অভিযান ও মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালীন সময়ে এসআই মুহম্মদ সুরুজ আলী ও এএসআই
মুহম্মদ গোলাম মোস্তফা সঙ্গীয় ফোর্সদের সহযোগীতায়
কমলগঞ্জ থানাধীন ৭নং আদমপুর ইউপির ননিয়ারপাড় বাজার মালিক ফার্মেসীর দোকানের সামন থেকে সুমন মিয়া (২০) পিতা-ছালা উদ্দিন, সাং-ভানুবিল, কবির
মিয়া প্রকাশ কবিরাজ (৩০) পিতা-মৃত ছিদ্দেক মিয়া, সাং-পূর্ব জালালপুর, উভয় থানা-কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজার, তাদের নিকট হইতে ২ লিটার দেশীয় চোলাই মদ ও ৫০ গ্রাম গাঁজাসহ
আটক করা হয়।
মঙ্গলবার
বিকেল ৫টা ৪০ মিনিটে মুঠোফোনে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোক্তাদির হোসেন পিপিএম
এর সাথে যোগাযোগ করা হলে,
তিনি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক দু'জনের
বিরোদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি।
খবর বিভাগঃ
অপরাধ
মৌলভীবাজার
0 facebook: