আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের জালালাবাদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হয়েছে। গতকাল রোববার নগরীর মুখাবেরাত স্কয়ারে ওই বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের মাত্র কয়েকঘণ্টা আগে দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি নানগরহার প্রদেশের রাজধানী জালালাবাদে একটি হাসপাতাল উদ্বোধন করেন। এ সময় প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে যাওয়া শিখ সম্প্রদায়ের একটি গাড়ি লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানো হয়।
এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি বলে প্রতিবেদনে আরও বলা হয়।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: