![]() |
গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে হেমায়েতপুরের সিংগাই ব্রিজের নিচ থেকে শিশুটির বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।
জয়ন্ত হেমায়েতপুরের কাঁঠালতলা এলাকার আউয়াল হোসেনের বাড়িতে পরিবারের সঙ্গে থাকত। তার বাবার নাম সনু।
এ ঘটনায় আটক শুভ ও নাছির ওই বাড়িরই ভাড়াটিয়া। তাদের আজ বৃহস্পতিবার হত্যা মামলায় রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে বলে জানান সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির।
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ দাবি করে, গত ১ জুলাই দুপুরে শুভ ও নাছির প্রতিবেশী শিশু জয়ন্তকে অপহরণ করে। পরে তারা শিশুটির পরিবারের কাছে মোবাইল ফোনে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
ছেলের জীবন বাঁচাতে জয়ন্তর বাবা বিকাশের মাধ্যেমে সাত হাজার টাকা পরিশোধ করেন। কিন্তু ছেলেকে ফিরে পাননি।
পরে সনু সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ সন্দেহবশত নাছির ও শুভকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী লাশটি উদ্ধার করা হয় বলে দাবি করেন ওসি মোহনিসুল।
সূত্রঃ এন টিভি
খবর বিভাগঃ
অপরাধ
বিভাগীয় সংবাদ
0 facebook: