![]() |
আন্তর্জাতিক ডেস্কঃ বৃটেনে ভারতীয় স্কুলগুলো আর্থিক অভাবে বন্ধ হতে যাচ্ছে। পর্যাপ্ত বিনিয়োগের অভাবে স্কুল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। গত সপ্তাহে বৃটেনে বিভিন্ন ভারতীয় স্কুল বন্ধের প্রজ্ঞাপন জারি হয়।
এতে বলা হয়, আগামী ২০২০ সালের মধ্যে বৃটেনে সকল ভারতীয় স্কুল বন্ধ হয়ে যাবে।
জানা যায়, ভারতীয় স্কুলগুলো ১৯৯২ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগের মাধ্যমে পরিচালিত হচ্ছিল । 'স্বামীনারায়ণ স্কুল' তার মধ্যে অন্যতম। এ স্কুলটি ছাড়াও সেখানকার প্রায় সকল স্কুল বন্ধের ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এদিকে কর্তৃপক্ষের এমন সিন্ধান্তে বিক্ষোভে নেমেছে অভিভাবকরা। প্রায় ৩ হাজার ১শ ৫০ জন অভিভাবক স্কুল বন্ধের প্রতিবাদ জানিয়ে স্বাক্ষর করেছে।
অভিভাবকদের দাবি, স্কুল কর্তৃপক্ষ তাদের কিছু না জানিয়ে স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে। এতে বিপাকে পড়েছে শিক্ষার্থীদের শিক্ষাজীবন।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: