05 July 2018

হিন্দুদের তীর্থে যাওয়ার রাস্তা বড় করতে ভাঙ্গা হলো মসজিদ


আন্তর্জাতিক ডেস্কঃ হিন্দু তীর্থ যাত্রীদের যাতায়াতের রাস্তা প্রশস্ত করতে মসজিদের ভেঙ্গে ফেলা হয়েছেমুসলমানরা নিজেরাই এ কাজ করলেও সরকারি সিদ্ধান্ত ছিল রাস্তা প্রশস্তকরণের

ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদেরভারতীয় মিডিয়ার খবরে প্রকাশ, কুম্ভ মেলার জন্য রাস্তা চওড়া করতে মসজিদ ভাঙার সিদ্ধান্ত নেনআর মঙ্গলবার সেটি ভাঙ্গা হয়

আগামী বছর ১৫ জানুয়ারি প্রথম শাহি স্নান দিয়ে এলাহাবাদে শুরু হবে কুম্ভ মেলামেলা চলবে ৪৯ দিন ধরে৪ মার্চ শিবরাত্রির পর মেলা শেষ হবেমেলা প্রস্তুতির খোঁজখবর নিচ্ছেন খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথচলছে কুম্ভমেলার আগে রাস্তা চওড়া করার কাজও

বিজেপিশাসিত উত্তর প্রদেশের পর্যটন বিভাগ আগামী বছরের কুম্ভমেলার প্রসারে ব্যাপক উদ্যোগী হয়েছেএর অংশ হিসেবে তারা সম্প্রতি প্রচারণা চালিয়েছে ব্রিটিশ পার্লামেন্টেওসপ্তাহ ধরে লন্ডনের রাস্তায় রোড শোসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়

কুম্ভমেলা আহ্বায়ক কমিটির প্রধান রাকেশ শুক্লা সে অনুষ্ঠানে বলেন, কুম্ভ একটি ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসববিশ্বজুড়ে এর একটা আবেদন রয়েছেএটি বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশএখানে লাখো মানুষের সমাগম হয়


শেয়ার করুন

0 facebook: