05 July 2018

আগামী পাঁচ বছরে সৌদিতে তৈরি হচ্ছে আরও ৬শ’ সিনেমা হল!


আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি ক্রাউন প্রিন্স মুহম্মদ বিন সালমান দেশটিকে অতি-রক্ষণশীল অবস্থা থেকে বের করে আনতে সম্প্রতি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেনসৌদির রাজধানী রিয়াদে ১৮ এপ্রিল থেকে চালু হয়েছিল সৌদি আরবের প্রথম সিনেমা হল

সৌদি রাজপরিবার নিষেধাজ্ঞা তুলে নেয়ার ৩৫ বছর পর দেশটিতে সিনেমা হল চালু হয়েছেশুধু তাই নয় এর ধারাবাহিকতায় আগামী পাঁচ বছরে সৌদি আরবে আরও ৬শসিনেমা হল তৈরি হতে যাচ্ছেখবর সৌদি গেজেটদুবাইভিত্তিক বিনোদন প্রতিষ্ঠান ভক্স সিনেমাএ কার্যক্রম হাতে নিয়েছেএ কার্যক্রমে ১ লাখ ১৭ হাজার মানুষ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কাজ করার সুযোগ পাবে১৬ বিলিয়ন সৌদি রিয়ালের এ বিনিয়োগে সিনেমা হলের সঙ্গে শপিংমল, ফ্যাশন হাউজ, বিনোদন ও দোকানপাট অন্তর্ভুক্ত রয়েছে

আরব বিজনেস রিয়াদে যে সিনেমা হলটি নির্মাণ শুরু করেছে ফক্স তা চালু হচ্ছে আগামী বছরএ ধরনের মাল্টিপ্লেক্স সৌদি আরবে সবচেয়ে বড় আকারের ও প্রথমকিং খালেদ এয়ারপোর্ট রোডে এ প্রকল্পের জন্য জমি দেয়া হচ্ছে সাড়ে চার লাখ বর্গমিটার



উল্লেখ্য, আগামী ২০৩০ সালের মধ্যে ২ হাজার পর্দা ও তিনশটি হল নিয়ে একটি সিনেমা শিল্প গড়ে তুলবে সৌদি সরকারযা দেশের অর্থনীতিতে ৯০ বিলিয়ন রিয়েল ও ৩০ হাজার লোকের জন্য স্থায়ী কর্মক্ষেত্র তৈরিতে অবদান রাখবেএছাড়া সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ২০১৭ সালে একটি রাজকীয় ডিক্রি জারি করে দেশটির নারীদের রাস্তায় গাড়ি চালানোর অনুমতি দেনএর ফলে, ২৪ জুন থেকে সৌদি নারীরা রাজপথে গাড়ি চালাতে পারছেন


শেয়ার করুন

0 facebook: