আন্তর্জাতিক ডেস্কঃ কানাডার বিরাজমান তীব্র তাপদাহে এখন পর্যন্ত ৫৪ জনের মারা গেছেন। আজ শনিবার দেশটির জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
কানাডাভিত্তিক সংবাদমাধ্যম সিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে,নিহতদের অধিকাংশ নারী ও শিশু ছিলেন। দেশটির মন্ট্রিয়ল শহরে গরমজনিত রোগে এখন পর্যন্ত ২৩ জন মারা গেছেন।
চিকিৎসকরা বলছেন, প্রচণ্ড গরম ও আর্দ্রতার কারণে শ্বাসকষ্ট থেকে অধিকাংশ নিহত হয়েছে। এদিকে জনস্বাস্থ্য বিভাগের ডেভিড কাইজার জানিয়েছেন, নিহতের বেশিরভাগই একা থাকতেন এবং তাদের ঘরে শীতাতপ নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা ছিল না। প্রতিবেদনে আরও বলা হয়েছে, কুইবেকের দক্ষিণাঞ্চলে আগামী দুদিন তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।
এরইমধ্যে মন্ট্রিয়ল, অন্টারিও, নোভা স্কশিয়া ও নিউ ব্রন্সওয়েসহ কুইবেকের দক্ষিণাঞ্চলে তাপমাত্রা বৃদ্ধিজনিত সতর্কতা জারি করা হয়েছিলো গত বুধবার। যা আগামী সপ্তাহের মধ্যেই উঠিয়ে নেওয়া হবে বলে জানান কর্তৃপক্ষ।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: