09 July 2018

অদ্ভুত রহস্য বছরে ১০০ জন আত্মহত্যা করে এই জঙ্গলে!


আন্তর্জাতিক ডেস্কঃ অদ্ভুত রহস্যে ঘেরা একটি জঙ্গলনাম অওকিগাহারাএটি জাপানের ফুজি পর্বতমালার উত্তর-পশ্চিমে প্রায় ৩৫ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছেএর আনাচে কানাচে আত্মহত্যা থেকে বিরত থাকার নানা পরামর্শ বা সতর্কবার্তা সাইন বোর্ডের আকারে ঝোলানো রয়েছেতবুও প্রতি বছর গড়ে ১০০ জন এই জঙ্গলে এসে আত্মহত্যা করেন

বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী, আত্মহত্যার সংখ্যার বিচারে অওকিগাহারা অরণ্য বিশ্বে দ্বিতীয়প্রথম স্থানে রয়েছে আমেরিকার সান ফ্রান্সিসকোর গোল্ডেন ব্রিজআসুন জেনে নেওয়া যাক এই রহস্যময় অরণ্য সম্পর্কে কিছু জরুরি তথ্য জাপানের প্রাচীন বিশ্বাস অনুযায়ী, এই জঙ্গলে মৃত ব্যক্তির আত্মারা ঘুরে বেড়ায়এখানে কোনো জীবিত ব্যক্তি এলে তাকে প্রভাবিত করে এই আত্মারা

শোনা যায়, ১৯৬০ সালে সেইকো মাটসুমোটো নামের এক জাপানি লেখকের দুটি উপন্যাস লিটটাওয়ার অফ ওয়েবসপ্রকাশের পর থেকেই স্থানীয় মানুষের মধ্যে এখানে এসে আত্মহত্যার প্রবণতা বেড়ে যায়কারণ এই উপন্যাসের দুটি চরিত্র পরিবার ও সন্তানের শুভ কামনায় এই বনে এসে আত্মহত্যা করেছিল

আরও শোনা যায়, ঊনবিংশ শতাব্দীতে এই এলাকায় উবাসুতেনামে এক অদ্ভুত রীতি পালিত হতএই রীতি অনুযায়ী, মৃত্যু পথযাত্রী বৃদ্ধাদের এই জঙ্গলে এসে ছেড়ে চলে যেতেন তাদের পরিবারের লোকজনএর পর এখানেই মৃত্যু হত তাদেরস্থানীয়দের মধ্যে এখনও অনেকে বিশ্বাস করেন, এখানে মৃত বৃদ্ধাদের আত্মারা এখনও ঘুরে বেড়ান

১৯৮৮ সাল থেকে এখন পর্যন্ত গড়ে প্রতি বছর ১০০ জন এই জঙ্গলে এসে আত্মহত্যা করেছেন২০০২ সালে এই জঙ্গলে ৭৮টি মৃতদেহ পাওয়া যায়২০০৩ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০০-এ২০০৪-এ এই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ১০৮ জনে এর পর থেকে স্থানীয় প্রশাসন মৃতের সংখ্যা প্রকাশ করা বন্ধ করে দেয়


শেয়ার করুন

0 facebook: