আদালতের এ নির্দেশনার ফলে এখন থেকে তাজমহল চত্বরের মসজিদে শুক্রবারের নামাজ পড়তে পারবেন না বহিরাগতরা। খবর জিনিউজের।
সুপ্রিমকোর্টের নির্দেশে বলা হয়েছে, আগ্রার বাইরের লোকজন তাজমহল চত্বরের মসজিদে শুক্রবারের নামাজ পড়তে পারবেন না। বরং তারা অন্য কোনও মসজিদে গিয়ে নামাজ পড়তে পারেন।
সম্প্রতি তাজমহলের নিরাপত্তার কারণ দেখিয়ে এই মর্মে একটি নির্দেশিকা জারি করেন আগ্রার অতিরিক্ত জেলা শাসক। ওই নির্দেশিকার পরই তোলপাড় শুরু হয়। নির্দেশিকাটিকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে যান তাজমহল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ ইব্রাহিম হুসেন জাইদি।
ওই মামলার রায় দিতে গিয়ে সুপ্রিমকোর্টের এ এস সিক্রি ও অশোক ভূষণের বেঞ্চ মন্তব্য করে, তাজমহল পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি। এটিকে রক্ষা করা উচিত। তাজ মহলেই কেন নামাজ পড়তে যেতে হবে। নামাজিরা সৌধের বাইরের কোনও মসজিদে গিয়ে নামাজ পড়তে পারেন।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ধর্মীয় বিদ্বেষ
0 facebook: