10 July 2018

তাজমহল চত্বরে জুমার নামাজে নিষেধাজ্ঞা!


আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের আগ্রায় অবস্থিত ঐতিহ্যবাহী মুসলিম স্থাপনা তাজমহলসংলগ্ন চত্বরে শহরের বাইরের লোকজনের জন্য জুমার নামাজ পড়ায় নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় সুপ্রিমকোর্ট

আদালতের এ নির্দেশনার ফলে এখন থেকে তাজমহল চত্বরের মসজিদে শুক্রবারের নামাজ পড়তে পারবেন না বহিরাগতরাখবর জিনিউজের

সুপ্রিমকোর্টের নির্দেশে বলা হয়েছে, আগ্রার বাইরের লোকজন তাজমহল চত্বরের মসজিদে শুক্রবারের নামাজ পড়তে পারবেন নাবরং তারা অন্য কোনও মসজিদে গিয়ে নামাজ পড়তে পারেন

সম্প্রতি তাজমহলের নিরাপত্তার কারণ দেখিয়ে এই মর্মে একটি নির্দেশিকা জারি করেন আগ্রার অতিরিক্ত জেলা শাসকওই নির্দেশিকার পরই তোলপাড় শুরু হয় নির্দেশিকাটিকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে যান তাজমহল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ ইব্রাহিম হুসেন জাইদি

ওই মামলার রায় দিতে গিয়ে সুপ্রিমকোর্টের এ এস সিক্রি ও অশোক ভূষণের বেঞ্চ মন্তব্য করে, তাজমহল পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটিএটিকে রক্ষা করা উচিততাজ মহলেই কেন নামাজ পড়তে যেতে হবেনামাজিরা সৌধের বাইরের কোনও মসজিদে গিয়ে নামাজ পড়তে পারেন


শেয়ার করুন

0 facebook: