আন্তর্জাতিক ডেস্কঃ অভিভাবকরা সময়মতো ফি জমা দিতে না পারায় কেজি ও নার্সারির ৪০ শিশুকে স্কুলের ভূতলে একটি অন্ধকার কক্ষে নিয়ে ৬ ঘণ্টা আটকে রেখেছিল স্কুল কর্তৃপক্ষ। ভারতের রাজধানীর দিল্লির রাবিয়া গার্লস পাবলিক স্কুলে এ ঘটনা ঘটে।
স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ১৬ অভিভাবক থানায় অভিযোগ করার পর ঘটনাটি জানাজানি হয়। আটকে থাকা প্রতিটি শিশুই লোয়ার কিন্ডারগার্টেন ও নার্সারি স্ট্যান্ডার্ডে পড়ে। কিন্তু তাদের ভূতলে (বেজমেন্ট) নিয়ে বন্দি করার সময় একটুও মন গলেনি কর্তৃপক্ষের।
অভিভাবকের অভিযোগ, শিশুদের ৬ ঘণ্টা ধরে আটকে রাখার সময় সব বৈদ্যুতিক বাতি ও ফ্যান পর্যন্ত বন্ধ করে দেয়া হয়। এতে শিশুরা মারাত্মক আতঙ্কিত হয়ে পড়ে। অন্ধকারের মধ্যে গরমে তারা হাসফাঁস করতে থাকে।
এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে, তারা পুরো ঘটনার কথা অস্বীকারও করেনি, আবার স্বীকারও করেনি। ঘটনার কথা জানার পরই উপমুখ্যমন্ত্রী মনিশ সিসোদিয়া জানান, পুরো ঘটনায় তিনি স্তম্ভিত। ছোট ছোট বাচ্চাদের সঙ্গে এ ধরনের ব্যবহার করার জন্য স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি। এরই মধ্যে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
শিক্ষা
0 facebook: