11 July 2018

তিন তালাক দিয়ে ঘরে আটকে স্ত্রীকে মারলেন স্বামী


আন্তর্জাতিক ডেস্কঃ ফোনে তিন তালাক দিয়ে এক মাস ধরে ঘরে আটকে রেখেছিলেন স্ত্রীকেদিতেন না কোন খাবা্রঅবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন স্ত্রীএমন এক মর্মান্তিক ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশ বরেলিতে

ভুক্তভোগী এ নারীর নাম রাজিয়াছয় বছরের এক সন্তান আছে তার

রাজিয়াকে তালাক দিয়ে ঘরে বন্দী রেখে তার স্বামী আত্মীয়র বাসায় চলে যায়খবর পেয়ে দ্রুত ছুটে আসেন তার বোনপুলিশকে তৎক্ষণাৎ ঘটনা জানালেও পুলিশ আমলে নেয়নি

তার বোন জানায়, যৌতুকের কারণে তার স্বামী তার বোনকে প্রায় মারতোপ্রথমে তার বোনকে তিন তালাক দেনপরে একটি ঘরে এক মাস আটকে রেখেছিলেন

বেসরকারি এক এনজিও প্রতিষ্ঠাতা ফরহাত নকভি বলেন, রাজিয়ার স্বামী তার আগের স্ত্রীকেও অনেক পেটাতোরাজিয়াকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়শারীরিক অবস্থার বেশী অবনতি ঘটলে তাকে লখনৌতে স্থানান্তরিত করা হয়পরে তিনি মারা যান

এ ঘটনায় ইতিমধ্যে তোলপাড় শুরু হয়েছে ভারতেনড়েচড়ে বসেছে প্রশাসন


শেয়ার করুন

0 facebook: