স্বদেশবার্তা ডেস্কঃ মাদারীপুরের শিবচর উপজেলায় বিএনপির তিন শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। আজ শনিবার উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের মালের হাটে ইউনিয়ন বিএনপি সভাপতি মতি মালের সঙ্গে তারা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন।
ওই সময় উপজেলা যুবদলের সহসভাপতি জুলহাস মাল, সন্নাসীরচর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বোরহানউদ্দিন মালসহ তিন শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুনির চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সামসুদ্দিন খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন খান, সন্নাসীরচর ইউনিয়ন পরিষেদের (ইউপি) চেয়ারম্যান বাবুল বেপারী, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আ. রউফ হাওলাদার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।
এ বিষয়ে জানতে চাইলে সদ্য আওয়ামী লীগে যোগ দেওয়া মতি মাল বলেন, ‘আমি এত দিন অন্য দল করে ভুল করেছি। সংসদ সদস্য লিটন চৌধুরী এবং আওয়ামী লীগের উন্নয়নে দেশের অগ্রযাত্রায় আমি মুগ্ধ। তাই নিজের পরিবার, গোষ্ঠি, দলীয় সমর্থকদের নিয়ে আওয়ামী লীগে যোগদান করলাম।’
জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুনির চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ সংসদীয় পার্টির সাধারণ সম্পাদক নূর-ই আলম চৌধুরী এমপির যোগ্য নেতৃত্বে শিবচর আজ সারা দেশে উন্নয়নের মডেল। শিবচরের উন্নয়ন দেখতে সারা দেশের এমপি, মন্ত্রীরা এখানে আসেন। এতেই অনুপ্রাণিত হয়ে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগ দিলেন।’
0 facebook: