ফাইল ছবি |
স্বদেশবার্তা ডেস্কঃ কারাগারে যাওয়ার অনুমতি মিললেও অসুস্থতার কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিচে নামতে না পারায় তার সঙ্গে দেখা হয়নি স্বজনদের। গতকাল বিকালে কারাগারের ভিতরে প্রবেশ করে বেরিয়ে এসে খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলাম অপেক্ষমাণ সাংবাদিকদের বলেন, ‘যতটুক জেনেছি, বেগম খালেদা জিয়া জ্বরে ভুগছেন, তাঁর শরীরে ব্যথা। তাই তিনি দোতলা থেকে নেমে নিচতলায় আসতে পারেননি। সে জন্য তাঁর সঙ্গে আমাদের দেখা হয়নি।’
বিকাল ৪টার দিকে কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে যান সেলিনা ইসলাম, তার স্বামী অধ্যাপক রফিকুল ইসলামসহ পাঁচ আত্মীয়। বাকি তিন আত্মীয় হলেন— শারমিন জামান খান, সাফিয়া ইসলাম ও ডা. মামুন। তারা কারাগারেও প্রবেশ করেন বিকাল ৫টার দিকে। ৫০ মিনিট পর কারাগার থেকে তারা বেরিয়ে আসেন। কারাগারের ভিতরে দর্শনার্থী কক্ষে তারা বেগম জিয়ার অপেক্ষায় ছিলেন। কারাগার থেকে বেরিয়ে এসে পরিবারের সদস্যরা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সঙ্গেও টেলিফোনে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানান।
পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিনের কারাগারে স্যাঁতসেঁতে পরিবেশ, অপরিচ্ছন্ন রুম আর খাদ্যাভ্যাসও পরিবর্তন হওয়ায় নানা অসুবিধায় ভুগছেন বেগম খালেদা জিয়া। সর্বশেষ খালেদা জিয়ার সঙ্গে তাঁর আত্মীয়স্বজনদের সাক্ষাৎ হয় গত ৩০ জুন। এরপর আত্মীয়স্বজনদের কারা কর্তৃপক্ষ সাক্ষাতের অনুমতি না দেওয়ায় ১১ জুলাই এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি জনসমক্ষে প্রকাশ করেন। গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া পাঁচ বছরের সাজা নিয়ে কারাগারে বন্দী রয়েছেন।
0 facebook: