আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের চেন্নাইয়ে ১২ বছরের এক শ্রবণ প্রতিবন্ধী শিশুর ওপর টানা সাত মাস ধরে সংঘবদ্ধ ধর্ষণ চালানো হয়েছে। চেন্নাইয়ের একটি ভবনের খালি ফ্ল্যাটে মাদকাসক্ত করে শিশুটির ওপর যৌন সন্ত্রাস চালিয়েছে অ্যাপার্টমেন্টের নিরাপত্তারক্ষী, কলমিস্ত্রি, লিফ্টম্যানসহ প্রায় ২২ জন। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে চেন্নাইয়ের পুরাসাওয়ালকামে। পুলিশকে শিশুটি জানিয়েছে, ৩০০ ফ্ল্যাটের ওই কমপ্লেক্সের বেশিরভাগই ফ্ল্যাট খালি পড়ে রয়েছে। সেখানে তাকে একদিন প্রথম ধর্ষণ করে ৬৬ বছরের লিফটম্যান। তিনদিন পর সে আরও দুজনকে মদ্যপ অবস্থায় নিয়ে আসে। তারাও মেয়েটিকে ধর্ষণ করে এবং সেই দৃশ্য ভিডিও করে। কয়েক দিনের মধ্যেই তাদের সঙ্গে যোগ দেয় আরও কয়েকজন এবং বারবার তাদের যৌন সন্ত্রাসের শিকার হয় শিশুটি।
ধর্ষকরা সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে মাদকের ইনজেকশন দিতো বা মাদক মেশানো কোল্ড ড্রিঙ্কস খাওয়াতো। কখনও মাদক শুঁকিয়ে চালানো হতো পাশবিক নির্যাতন। আর সেই দৃশ্য ভিডিও করে হুমকি দিতো, কাউকে বললে ভিডিওটি ফাঁস করে দেওয়া হবে। ভয়ে কাউকে কিছু জানাতে পারেনি শিশুটি।
পুলিশ জানিয়েছে, স্কুলভ্যান থেকে নামার পরই তাকে হয় বেসমেন্ট, নয়তো পাবলিক ওয়াশরুমে নিয়ে ধর্ষণ করতো দুর্বৃত্তরা। ভবনের বেশিরভাগ ফ্ল্যাটই খালি থাকায় নির্দ্বিধায় দিনের পর দিন এই অপরাধ চালিয়েছে ধর্ষকরা। স্কুল থেকে দেরি করে ফেরায় মা ভাবতেন, মেয়ে হয়তো কমপ্লেক্সের বন্ধুদের সঙ্গে খেলাধুলা করে ফিরছে, তাই দেরি হচ্ছে।
পুলিশ জানিয়েছে, 'গত শনিবার বোনকে সব কথা খুলে বলে শিশুটি। তার বোন দিল্লির একটি কলেজের শিক্ষার্থী। বাড়ি ফেরার পর তাকে সব খুলে বলে ছোট বোন। এরপর বাবা-মাকে নিয়ে ভিকটিমের বোন থানায় অভিযোগ করেন।'
মেডিক্যাল রিপোর্টে দেখা গেছে, সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে শিশুটি। এই পাশবিক ঘটনায় ১৮ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন ইতোমধ্যে তাদের দোষ স্বীকার করেছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া, ওয়ান ইন্ডিয়া।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ধর্ষণ
0 facebook: