17 July 2018

ভারতে ৭ মাস ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ১২ বছরের শিশু


আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের চেন্নাইয়ে ১২ বছরের এক শ্রবণ প্রতিবন্ধী শিশুর ওপর টানা সাত মাস ধরে সংঘবদ্ধ ধর্ষণ চালানো হয়েছেচেন্নাইয়ের একটি ভবনের খালি ফ্ল্যাটে মাদকাসক্ত করে শিশুটির ওপর যৌন সন্ত্রাস চালিয়েছে অ্যাপার্টমেন্টের নিরাপত্তারক্ষী, কলমিস্ত্রি, লিফ্টম্যানসহ প্রায় ২২ জন মর্মান্তিক এ ঘটনা ঘটেছে চেন্নাইয়ের পুরাসাওয়ালকামেপুলিশকে শিশুটি জানিয়েছে, ৩০০ ফ্ল্যাটের ওই কমপ্লেক্সের বেশিরভাগই ফ্ল্যাট খালি পড়ে রয়েছেসেখানে তাকে একদিন প্রথম ধর্ষণ করে ৬৬ বছরের লিফটম্যানতিনদিন পর সে আরও দুজনকে মদ্যপ অবস্থায় নিয়ে আসেতারাও মেয়েটিকে ধর্ষণ করে এবং সেই দৃশ্য ভিডিও করেকয়েক দিনের মধ্যেই তাদের সঙ্গে যোগ দেয় আরও কয়েকজন এবং বারবার তাদের যৌন সন্ত্রাসের শিকার হয় শিশুটি

ধর্ষকরা সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে মাদকের ইনজেকশন দিতো বা মাদক মেশানো কোল্ড ড্রিঙ্কস খাওয়াতোকখনও মাদক শুঁকিয়ে চালানো হতো পাশবিক নির্যাতনআর সেই দৃশ্য ভিডিও করে হুমকি দিতো, কাউকে বললে ভিডিওটি ফাঁস করে দেওয়া হবেভয়ে কাউকে কিছু জানাতে পারেনি শিশুটি

পুলিশ জানিয়েছে, স্কুলভ্যান থেকে নামার পরই তাকে হয় বেসমেন্ট, নয়তো পাবলিক ওয়াশরুমে নিয়ে ধর্ষণ করতো দুর্বৃত্তরাভবনের বেশিরভাগ ফ্ল্যাটই খালি থাকায় নির্দ্বিধায় দিনের পর দিন এই অপরাধ চালিয়েছে ধর্ষকরাস্কুল থেকে দেরি করে ফেরায় মা ভাবতেন, মেয়ে হয়তো কমপ্লেক্সের বন্ধুদের সঙ্গে খেলাধুলা করে ফিরছে, তাই দেরি হচ্ছে

পুলিশ জানিয়েছে, 'গত শনিবার বোনকে সব কথা খুলে বলে শিশুটিতার বোন দিল্লির একটি কলেজের শিক্ষার্থীবাড়ি ফেরার পর তাকে সব খুলে বলে ছোট বোনএরপর বাবা-মাকে নিয়ে ভিকটিমের বোন থানায় অভিযোগ করেন'

মেডিক্যাল রিপোর্টে দেখা গেছে, সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে শিশুটিএই পাশবিক ঘটনায় ১৮ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশগ্রেফতারকৃতদের মধ্যে তিনজন ইতোমধ্যে তাদের দোষ স্বীকার করেছেবাকিদের খোঁজে তল্লাশি চলছেসূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া, ওয়ান ইন্ডিয়া


শেয়ার করুন

0 facebook: