18 July 2018

বুকে বন্দুক ঠেকিয়ে স্বামীর দু’কান কাটলেন স্ত্রী


আন্তর্জাতিক ডেস্কঃ মাঝে মধ্যেই অত্যাচার করতেনকিন্তু প্রায় দ্বিগুণ বয়সের স্ত্রী যে এতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, তা হয়তো কল্পনাও করতে পারেননি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নারকেলডাঙা নর্থ রোডের বছর কুড়ির যুবক মোহাম্মদ তানভীরবুকে বন্দুক ঠেকিয়ে তার দুটি কানই কেটে নেয়ার অভিযোগ উঠল স্ত্রী মুমতাজ বিবির বিরুদ্ধেমুমতাজ বিবির সঙ্গে তার বোনেরাও এ কাজে সাহায্য করেছে বলে অভিযোগ মোহাম্মদ তানভীরেরজানান, কোনোক্রমে পালিয়ে প্রাণ রক্ষা করেছেন তিনিপরে এলাকার বাসিন্দারা তাকে এনআরএস হাসপাতালে নিয়ে যানসেখানেই তিনি চিকিৎসা গ্রহণ করেননারকেলডাঙা থানায় অভিযোগ দায়ের হয়েছেঅভিযুক্ত মুমতাজ বিবি ও তার বোনেদের খুঁজছে পুলিশ

তানভীর মঙ্গলবার অভিযোগ করেন, বছর দুয়েক আগে বিয়ের পর থেকেই স্ত্রী প্রচণ্ড অত্যাচার করতেনসেই ভয়ে প্রায়ই বাড়ি ছেড়ে এদিক সেদিক পালিয়ে যেতেনকিন্তু প্রতিবারই নিজের বাপের বাড়ির লোকজন দিয়ে তাকে ধরে বাড়িতে নিয়ে আসতেন স্ত্রী মুমতাজচলত মারধরসোমবার রাতেও মল্লিকপুরে পালিয়ে গিয়েছিলেন তানভীরকিন্তু সেখান থেকে বাড়িতে নিয়ে আসেন মুমতাজ ও তার বোনেরাতানভীর আরো অভিযোগ করেন, মঙ্গলবার ভোরে মুমতাজ ও তার বোনেরা প্রচণ্ড মারধর করেতারপর সবাই মিলে তাকে চেপে ধরে বুকে বন্দুক ধরেএরপর ধারালো অস্ত্র দিয়ে দুটি কানই কেটে নেয়া হয়

তানভীর বলেন, ‘‘স্ত্রী ও শ্যালিকারা ভেবেছিলেন, আমি মারা গেছিতাই ওই ভাবে ফেলে রেখেছিলতার পর সুযোগ পেয়ে কোনো রকমে বাইরে বেরিয়ে আসিএলাকার লোকজন আমাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যান’’

তানভীরের বাড়ি নারকেলডাঙা নর্থ রোডের কসাই বস্তি সেকেন্ড লেনেকিন্তু বিয়ের পর থেকে মুমতাজের বাড়িতেই থাকতেন তানভীরতানভীরের অভিযোগ, ‘‘এই অত্যাচারের কারণে আমার মা মুমতাজকে বলেছিলেন আমাকে ছেড়ে দিতেএতে প্রাথমিকভাবে রাজি হয়ে আমাদের একটি বাড়ি বিক্রি করে টাকাও নিয়ে নেন মুমতাজকিন্তু আমাকে ছাড়েননিউল্টে আমার বাড়িতে যেতে বা পরিবারের কারো সঙ্গে দেখা করতে দিতেন না’’

কিন্তু তার থেকে প্রায় বছর কুড়ির বড় মুমতাজকে কেন বিয়ে করলেন তনভীর? এ ক্ষেত্রে তার যুক্তি, বড় ভাইয়ের এক বন্ধু তাকে ফাঁসিয়ে দিয়েছিলেনতাই বাধ্য হয়ে মুমতাজকে বিয়ে করতে হয়েছিল

এদিকে নারকেলডাঙা থানার বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন তানভীরের পরিবারের লোকজনতাদের দাবি, থানায় অভিযোগ জানালেও এফআইআর-এর কপি দেয়নি পুলিশকাউকে গ্রেফতারের চেষ্টাও করা হচ্ছে নাএই সব অভিযোগ নিয়ে রাতে ফের নারকেলডাঙা থানায় যান তানভীরের পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারাযদিও পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা পলাতকতাদের খোঁজে তল্লাশি চলছেঘটনার তদন্ত করে দেখা হচ্ছে


শেয়ার করুন

0 facebook: