![]() |
স্বদেশবার্তা ডেস্কঃ আশরিটা ফারম্যান। বয়স তার ৬৩ বছর। তবে এই বৃদ্ধ বয়সে সাহসি কাজ করে তিনি বিশ্ব রেকর্ড গড়েছেন। পেটের ওপর একটার পর একটা তরমুজ ফালি করে তিনি এ রেকর্ড গড়েছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এভাবে এক মিনিটে ২৬টি তরমুজ ফালি করে রেকর্ড গড়ে ফেলেছেন এ বৃদ্ধ।
ফারম্যান ভিন্নরকম রেকর্ড গড়ার পরিকল্পনা করলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাকে শর্ত দেয় মিনিটে ২০টি তরমুজ পেটে রেখে ফালি করলে তবেই স্বীকৃতি মিলবে। ফারম্যান নামের এ বৃদ্ধ ‘কাতানা’ নামের তলোয়ার দিয়ে গিনেসের শর্ত পেরিয়ে মিনিটে ২৬টি তরমুজ ফালি করে।
ফারম্যান শুধু রেকর্ডই গড়েননি, বিস্ময়ও তৈরি করেছেন। পেটে রেখে তলোয়ার দিয়ে তরমুজ ফালি করলেও কোনো আঁচড়ও লাগেনি এ বৃদ্ধের গায়ে।
ফারম্যানকে ‘মিস্টার বহুমুখী’ নামে ডাকা হয়। কেননা তিনি ২০০ এর বেশি গিনেস রেকর্ড করেছে। তিনি প্রথম রেকর্ডটি করেন ১৯৭৯ সালে। সেবার ২৭ হাজার জাম্পিং জ্যাক (এক ধরনের ব্যায়াম) সম্পন্ন করেন তিনি। এক মিনিটে মুখের ভেতর সবচেয়ে বেশি সংখ্যক আঙ্গুর প্রবেশ করানোর রেকর্ডও করেছেন তিনি।
খবর বিভাগঃ
অন্যান্য সংবাদ
আন্তর্জাতিক
0 facebook: