প্রতিকি ছবি |
মুহম্মদ তাজুদুর রহমানঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলায় দুই তরুনীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৩ জুলাই) বিকাল ৪ টার দিকে পাঁচগাঁও ইউনিয়নের ডেউরবন গ্রাম থেকে উদ্ধার করা হয়।
নিহতরা হলো,পাচগাঁও ইউনিয়নের ডেউরবন গ্রামের হিরেন্দ্র নমসৃত্রের মেয়ে রুপনা নমসৃত্র (১২),একই গ্রামের সুনিল নমসৃত্রের মেয়ে মনিকা নমসৃত্র (১৪)।
স্থানীয় সূত্রে জানা যায়,বিকেলে রুপনা নমসৃত্রের ঘরের আঁড়ার সাথে রশি ও ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় ঐ দু’জনের লাশ দেখতে পায়। জীবিত থাকার সম্ভাবনায় তারা দ্রুত লাশ দুটি নামিয়ে ফেলে। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ লাশ দুটি উদ্ধার করে।
রাজনগর থানার উপ-পরিদর্শক মির্জা মাহমুদুল করিম জানান, লাশের সুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যা তা তদন্ত করে বলা যাবে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নিহার রঞ্জন নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
খবর বিভাগঃ
জেলা সংবাদ
মৌলভীবাজার
0 facebook: