আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবে সৌদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কুরআন গবেষক ড. মুসায়েদ আত-তাইয়ারকে গ্রেফতার করা হয়েছে। যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের চলমান দমন অভিযানের মধ্যে তাকে গ্রেফতার করা হল।
সৌদি মানবাধিকার সংগঠন এএলকিউএসটি শনিবার এক টুইটার বার্তায় জানিয়েছে, রিয়াদের রাজা সৌদ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মুসায়েদ আত-তাইয়ারকে আটক করা হয়েছে। মহাগ্রন্থ আল-কুরআন নিয়ে ৫৩ বছর বয়সি এই আলেমের লেখা বহু বই রয়েছে।
এই আলেম সাধারণত রাজনীতি নিয়ে কোনো কথা বলেন না। এ কারণে তাকে গ্রেফতারের উদ্দেশ্য নিয়ে পর্যবেক্ষক মহলে কৌতুহল সৃষ্টি হয়েছে। সৌদি আরবে সাম্প্রতিক সময়ে গ্রেফতার, বিচার ও বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। মানবাধিকার কর্মী, সরকার বিরোধী লেখক, গবেষক ও আলেম সৌদি নিরাপত্তা বাহিনীর প্রধান টার্গেটে পরিণত হয়েছেন।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: