25 July 2018

সৌদি পৌঁছেছেন অর্ধ লক্ষাধিক হজ্জযাত্রী

ফাইল ছবি
স্বদেশবার্তা ডেস্কঃ পবিত্র হজ্জ পালনের লক্ষ্যে বাংলাদেশ থেকে গত ১১ দিনে সৌদি আরব পৌঁছেছেন অর্ধ লক্ষাধিক হজ্জযাত্রীমঙ্গলবার ধর্ম মন্ত্রণালয় কর্তৃক মক্কা থেকে প্রকাশিত হজ্জ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে

জানা যায়, পবিত্র হজ্জ পালনের লক্ষ্যে মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশ থেকে ৫০ হাজার ১০৬ জন (সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২২৬ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ হাজার ৮৮০ জন) সৌদি আরব পৌঁছেছেনবিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬৯টি ও সৌদি এয়ারলাইন্সের ৬৮টি ফ্লাইটসহ মোট ১৩৭টি ফ্লাইট এসব হজ্জযাত্রী পরিবহন করে

এদিকে, মঙ্গলবার সন্ধায় কাউন্সিলর (হজ্জ) মুহাম্মাদ মাকসুদুর রহমান এবং মৌসুমি হজ্জ অফিসার মো. জহিরুল ইসলাম মক্কার মেডিকেল সেন্টার এবং স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান পদ্ধতি পরিদর্শন করেনতারা দায়িত্বপ্রাপ্ত ডাক্তারদের সাথে কথা বলেন এবং অসুস্থ হজ্জযাত্রীদের বিষয়ে খোঁজখবর নেনএ সময় মেডিকেল এবং আইটি দলের সদস্যগণ উপস্থিত ছিলেন

অন্যদিকে, মদিনায় নিয়োজিত মৌসুমি হজ্জ অফিসার এ বি এম আমিন উল্লাহ নূরী সরকারি হজ্জ গাইডদের নিয়ে মতবিনিময় সভা করেনসভায় হজ্জ গাইডদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়আসন্ন হজে বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৭৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫২৮টি হজ্জ এজেন্সির মাধ্যমে ১ লাখ ২০ হাজার জনসহ মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ হজ্জ পালন করবেনচাঁদ দেখা সাপেক্ষে ২০ আগস্ট হজ্জ অনুষ্ঠিত হবে


শেয়ার করুন

0 facebook: