আন্তর্জাতিক ডেস্কঃ সরকারি চাকরিতে কোটার দাবিতে ভারতের মহারাষ্ট্রে বিক্ষোভ করেছে মারাঠা সম্প্রদায়। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের এক সদস্য (৫০) নিহত হয়েছেন। এ ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরজুড়ে ৩০ হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি চাকরিতে কোটার দাবিতে মারাঠা সম্প্রদায়ের এক কর্মীর সেতু থেকে লাফিয়ে আত্মহত্যার ঘটনায় গত সোমবার বিক্ষোভের সূত্রপাত হয়। পরদিন আরও এক বিক্ষোভকারী বিষপানে আত্মহত্যা করেন। এরপর শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ। এ সময় বাস-ট্রেনে ইট ছোঁড়া, লুটপাটসহ রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করেন বিক্ষোভকারীরা।
দাবি আদায় না হওয়ায় গতকাল বুধবার ধর্মঘটও করেন বিক্ষোভকারীরা। এরপরই মারাঠা নেতাদের সঙ্গে আলোচনার কথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। কয়েক বছর ধরেই শিক্ষাখাতে সংরক্ষিত পদের দাবি জানিয়েছে আসছে মহারাষ্ট্রের এই সম্প্রদায়টি।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: