আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মহারাষ্ট্রের অম্বেনালি ঘাটে পোলাদপুর শহরের কাছে বাস খাদে পড়ে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন৷ বাসটিতে এ সময় ৩৪ জন যাত্রী ছিল। আজ শনিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা৷ উদ্ধারকাজে স্থানীরাও সাহায্য করছেন৷
প্রতিবেদনে বলা হয়, বাসটিতে দাপোলি কৃষি বিশ্ববিদ্যলায়ের কর্মীরা ছিলেন৷ মহাবালেশ্বরে পিকনিক করতে যাচ্ছিলেন ৩৫ জনের দল৷ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ৫০০ ফুট নিচে পড়ে যায়৷ প্রত্যক্ষদর্শীরা জানান, বাস খাদে পড়ার মুহূর্তে এক যাত্রী বাস থেকে লাফ দিয়ে প্রাণে বাঁচেন৷ তিনিই স্থানীয় প্রশাসনকে খবর দিয়েছেন৷
এই দুর্ঘটনায় টুইট বার্তায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়ণবীশ, মহারাষ্ট্রের কংগ্রেস প্রধান অশোক চবন।
রায়গড়ের পুলিশ কর্মকর্তা পি ডি পাতিল জানিয়েছেন, দাপোলি কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন কর্মী পিকনিক করতে যাচ্ছিলেন। তাদের মধ্যে কয়েকজন নারীও ছিলেন। আজ সকাল ৯টা দিকে পোলাদপুর শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ৩৩ জন নিহত হয়েছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: