30 July 2018

ত্রাণ নিয়েও ইসরাইলী বাহিনীর নির্মমতা!


আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় জরুরি চিকিৎসা সরঞ্জামসহ ত্রাণবোঝাই একটি নৌকাকে আটকে দিয়েছে ইসরাইলি সেনারা'আওদা' নামের নৌকাটি প্রায় ১৫ হাজার মার্কিন ডলারের জরুরি চিকিৎসা সরঞ্জামসহ সপ্তাহখানেক আগে ইতালির পালেরমো উপকূল থেকে গাজার উদ্দেশে যাত্রা করেছিলআল-জাজিরা

আল-জাজিরা জানায়, স্থানীয় সময় রোববার ত্রাণবাহী ওই নৌকাটি গাজা বন্দরে পৌঁছার কথা ছিলকিন্তু ২৩ ত্রাণকর্মীসহ নৌকাটি আটক করে ইসরাইলের আশদোদ বন্দরে নিয়ে যায় ইসরাইলের নৌ সেনারা

এছাড়া সম্প্রতি অবরুদ্ধ গাজায় আমদানি-রপ্তানি নিষিদ্ধ করে দিয়েছে ইসরায়েলগাজা থেকে পণ্য পাঠানো ও প্রয়োজনীয় পণ্য আনার জন্য ব্যবহৃত কেরেম শালোম সীমান্তে নিষেধাজ্ঞা জারি করেছে তারা জানিয়েছে, মানবিক বিবেচনায় প্রয়োজনীয় এমন পণ্য ছাড়া আর কোনো কিছু গাজা ভূখন্ডে ঢুকতে দেওয়া হবে না

এ ব্যাপারে ইসরায়েল ফিলিস্তিন কর্তৃপক্ষকে জানিয়েছে, খাদ্য, ওষুধ, জ্বালানি, পশু খাদ্য ও গবাদিপশু ছাড়া আর কোনো কিছু তারা কেরেম শালোম সীমান্ত দিয়ে গাজায় ঢুকতে দেবে নানির্মাণ উপকরণসহ ভারি পণ্য প্রবেশ করতে পারবে না


শেয়ার করুন

0 facebook: