31 July 2018

রাশিয়ার ওপর অবরোধ চলবেঃ ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মস্কোর ওপর চলমান অবরোধ অব্যাহত এবং অপরিবর্তিত থাকবেসোমবার হোয়াইট হাউসে ইতালির প্রধানমন্ত্রী গিউসেপি কন্তের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেনখবর তাস

ট্রাম্প বলেন, রাশিয়ার ওপর আগের মতই অবরোধ চলবেএতে কোন সন্দেহ নেই

যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর বারবার অবরোধ আরোপ করছেট্রাম্পের এ শাসনকালে রুশ কূটনীতিকদের বহিষ্কার এবং সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, সিয়াটোল ও ওয়াশিংটনে মস্কোর কনস্যুলেট বন্ধ করে দেয়া হয়


শেয়ার করুন

0 facebook: