![]() |
স্বদেশবার্তা ডেস্কঃ রাজধানীর মিটফোর্ডের হাজীরানী মেডিসিন মার্কেটের ৫০টি ফার্মেসিকে ৬০ লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ২০ কোটি টাকা মূল্যের ভেজাল ও বিক্রি নিষিদ্ধ ওষুধও জব্দ করা হয়েছে। বুধবার (১ আগস্ট) র্যাবের ভ্রাম্যমাণ আদালত জরিমানা ও ওষুধ জব্দ করে। র্যাবের সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এ তথ্য জানান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, ‘হাজীরানী মেডিসিন মার্কেটের বিভিন্ন দোকানে ওষুধ প্রশাসন অধিদফতরের অনুমোদনহীন, বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ সরকারি ওষুধ, নকল ও বিক্রি নিষিদ্ধ ওষুধ এবং আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ বিক্রি হচ্ছে। এসবের দায়ে ৫০টি ফার্মেসিকে ৬০ লক্ষাধিক টাকা জরিমানা এবং প্রায় ২০ কোটি টাকা মূল্যের বিক্রি নিষিদ্ধ ও ভেজাল ওষুধ জব্দ করে সেগুলো ডেমরা ডাম্পিং স্টেশনে জনসম্মুখে ধংস করা হয়।’
র্যাব-১০ ও সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মুহম্মদ মহিউদ্দিন ফারুকীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: