02 August 2018

পবিত্র হজ্জের উদ্দেশে সৌদিতে পৌঁছেছেন ৭৭ হাজার বাংলাদেশি হজ্জযাত্রী


স্বদেশবার্তা ডেস্কঃ পবিত্র হজ্জ পালনের উদ্দেশে সৌদি আরবে গেছেন ৭৭ হাজার ৯৯ জন বাংলাদেশি১ আগস্ট, বুধবার পর্যন্ত ওই বাংলাদেশিরা সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরবে পৌঁছেছেনধর্ম মন্ত্রণালয়ের হজ্জ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে

বুলেটিনের তথ্য অনুযায়ী, ১৪ জুলাই থেকে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ২২০টি হজ্জ ফ্লাইট পরিচালিত হয়েছেএর মধ্যে ১০৯টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ও ১১১টি সৌদি এয়ারলাইন্সের

১৬ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত সৌদি আরবে যাওয়া বাংলাদেশিদের মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছেতাদের মধ্যে দুই জন নারী রয়েছেনচলতি বছর ৫২৮টি হজ্জ এজেন্সির মাধ্যমে এক লাখ ২৬ হাজার ৭৯৮ জন বাংলাদেশি হজ্জ পালনের জন্য সৌদি আরব যাবেনবাংলাদেশি হজ্জযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ছয় হাজার ৭৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন এক লাখ ২০ হাজার জন

বাংলাদেশ বিমান ১৮৭টি ফ্লাইটের মাধ্যমে ৬৪ হাজার ৯৬৭ জনকে বহন করবেবাকি ৬১ হাজার ৮৩১ জন হজ্জযাত্রী সৌদি এয়ারলাইন্সের ১৮৮টি ফ্লাইটের মাধ্যমে সৌদিতে যাবেন

গত ১৪ জুলাই থেকে হজ্জ ফ্লাইট শুরু হয়েছেচলবে ১৫ আগস্ট পর্যন্ততবে পর্যাপ্ত হজ্জ যাত্রী না পাওয়ায় তিনটি ফ্লাইট বাতিল ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সফ্লাইটগুলো হচ্ছে- ২৭ জুলাইয়ের বিজি ১০৪৫ ও বিজি ৭০৪৫ এবং ৩১ জুলাইয়ের বিজি-৩০৫৭


শেয়ার করুন

0 facebook: