02 August 2018

কাতার দখলের পরিকল্পনা করেছিল সৌদি ও আমিরাত


আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত কাতারের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করেছিলগত বছর দেশটির সঙ্গে সৌদি নেতৃত্বাধীন কয়েকটি আরব দেশের কূটনৈতিক সংকট শুরুর প্রথম দিকে তারা এ পরিকল্পনা করে

আমেরিকার দৈনিক দ্য ইন্টারসেপ্টবুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেপত্রিকাটি বলছে, আগ্রাসনের ষড়যন্ত্র পাকানোর পেছনে প্রধান ভূমিকায় ছিলেন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের যুবরাজতাদের পরিকল্পনা ছিল আমিরাতের সহযোগিতায় সৌদি আরবের পদাতিক সেনারা কাতারের ১০০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়বে এবং রাজধানী দোহা দখল করে নেবে

মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের তথ্য অনুসারে, সৌদি আরবের ভেতরে থাকা কাতারের গোয়েন্দারা বিষয়টি ২০১৭ সালের গ্রীস্মেই আঁচ করতে পারেনকয়েক মাস পর ব্রিটিশ ও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি নিশ্চিত করে

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা রবার্ট ম্যালি বলেন, ২০১৭ সালের গ্রীস্মকালে কাতারের কর্মকর্তারা তাকে বলেছিলেন, তাদের দেশ সামরিক আগ্রাসনের ঝুঁকির মুখে রয়েছে

দ্যা ইন্টারসেপ্ট বলেছে, সংযুক্ত আরব আমিরাত এখনো উসকানি দিয়ে কাতারে সামরিক আগ্রাসন চালানোর প্রেক্ষাপট তৈরির চেষ্টা চালাচ্ছেগত বছর সংকট শুরুর পর আরব আমিরাত বহুবার কাতারের আকাশসীমা লঙ্ঘন করেছে

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে একই ধরনের দাবি করেছিলেন কাতারের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন মুহাম্মাদ আল-আতিয়াওই সময় তিনি বলেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত তার দেশের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করেছিলগত বছর কাতারের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন কয়েকটি আরব দেশের কূটনৈতিক সংকট শুরুর প্রথম দিকে তারা এ পরিকল্পনা করে

মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে খালিদ বিন মুহাম্মাদ আল-আতিয়া বলেন, কাতারকে অস্থিতিশীল করার জন্য রিয়াদ ও আবুধাবি সব ধরনের চেষ্টা করেছে; কিন্তু আমরা তা ব্যর্থ করেছিতারা আমাদের দেশের ভেতরে সামরিক হস্তক্ষেপেরও পরিকল্পনা করেছিল

কাতারের প্রতিরক্ষামন্ত্রী বলেন, তারা বিভিন্ন উপজাতিকে উসকানি দেয়ার চেষ্টা করেছেএ কাজে তারা আমাদের বিরুদ্ধে মসজিদকে ব্যবহার করেছেএরপর তারা কিছু পুতুল ব্যক্তিকে আমাদের নেতাদের জায়গায় বসানোর চেষ্টা করে

তিনি বলেন, কাতারের সাবেক আমিরের এক আত্মীয়কে ক্ষমতায় বাসানোর চেষ্টা করেছিল তারাতবে তাদের সে চেষ্টা সফল হয়নিদেশের জনগণ তাদের আমিরকে ভালোবাসেন


শেয়ার করুন

0 facebook: