![]() |
প্রতিকি ছবি |
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের অন্ধ্র
প্রদেশে স্ত্রী’র সঙ্গে ঝগড়া নিজের তিন শিশু ছেলেকে
নদীতে ছুড়ে হত্যা করেছে এক ব্যক্তি। রবিবার চিত্তুর জেলায় এই ঘটনা ঘটে। খবর এনডিটিভি’র।
খবরে বলা হয়, নিহত ছেলেদের মধ্যে একজনের বয়স
ছয় মাস ও দুইজনের বয়স তিন মাস। তাদের মৃতদেহ গ্রামের কাছে নদীতে ভাসতে দেখা যায়। স্থানীয় জনগণ পরবর্তীতে পুলিশকে খবর দিলে তারা
মৃতদেহগুলো উদ্ধার করে।
পরবর্তীতে
ব্যাপক অভিযান চালিয়ে হত্যাকারী পিতাকে গ্রেফতার করে পুলিশ। তার নাম ভেংকাটেশ। তার স্ত্রী’র নাম অমরাবতী। নিহত তিন শিশুর নাম
পুনিত, সঞ্জয় ও রাহুল।
অমরাবতী হচ্ছে
ভেংকাটেশের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী’র সঙ্গে কোন সন্তান
জন্ম দিতে ব্যর্থ হওয়ায় তাকে বিয়ে করে ভেংকাটেশ।
গত সপ্তাহে দু’জনের মধ্যে এক ঝগড়ার পর
অমরাবতী সন্তানদের নিয়ে নিজের বাবার বাড়ি চলে যায়। ভেংকাটেশ পরবর্তীতে গিয়ে তাকে ফিরিয়ে আনে। আসার সময় তাদের মধ্যে আবার
ঝগড়া হয়। সেসময় তিন সন্তানকে নিয়ে চলে
যায় ভেংকাটেশ।
অমরাবতী
পুলিশকে বলেন, আমি কখনো কল্পনাও করিনি সে নিজের সন্তানদের এরকম নির্মমভাবে হত্যা করবে। স্থানীয়রা জানিয়েছে, ভেংকাটেশ একজন মদ্যপ।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: