10 August 2018

পাঠ্যবইয়ে ট্রাফিক নিয়মের পাঠ কতটা আছে?


স্বদেশবার্তা ডেস্কঃ সড়কে দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার আন্দোলন এখন আর নেইকিন্তু আগের মতোই যানবাহনগুলো রাস্তা জুড়ে এলোমেলো চলাফেরা করছেআর জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হওয়ার নিত্যদিনকার রুটিন তো আর কোনো পথচারী বদলাননি বিশ্বের বিভিন্ন দেশে ট্রাফিক নিয়ম কানুনের বিষয়টি স্কুল পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত থাকলেও বাংলাদেশে কতটা আছে তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম বিবিসি বাংলা

আজিমপুরের অগ্রণী স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, সড়কে নিরাপদ চলাচলের বিষয়ে তৃতীয় শ্রেণিতে একটি বিশেষ অধ্যায় এবং চতুর্থ শ্রেণির ইংরেজি বইয়ে একটি ছড়া রয়েছেএ ছাড়া অন্য ক্লাসগুলোর পাঠ্যবইয়ে এ সংক্রান্ত আর কোনো বিষয়ে কিছুই উল্লেখ নেই

ট্রাফিক আইন মানতে শিশুদের ছোটবেলা থেকেই সচেতন করে তোলার ক্ষেত্রে এই শিক্ষা যথেষ্ট নয় বলে মনে করেন ওই স্কুলটির শিক্ষক আফরোজা আক্তারতিনি বলেন, ‘এতো ছোট বয়সে বাচ্চাদের এ বিষয়ে শেখানো হচ্ছে যে, সেই বিষয়গুলো বুঝে সেটা বাস্তবে প্রয়োগ করার মতো ম্যাচ্যুরিটি তাদের আসেনিএ ব্যাপারে সচেতনতা সৃষ্টির জন্য ক্লাস টেন পর্যন্ত এই বিষয়গুলো বইয়ে থাকা উচিতআর শিক্ষকদেরও উচিত সচেতনতার সাথে সেগুলো পড়ানো

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মো. রেজাউজ্জামান ভুঁইয়া জানান, ট্রাফিক আইন সম্পর্কে জ্ঞান সবার কাছে পৌঁছাতে স্কুলের পাঠ্যপুস্তকে ট্রাফিক-সংক্রান্ত নিয়ম-কানুনগুলো সংযোজন করা জরুরিএকই সঙ্গে কঠোর আইন প্রণয়নের পাশাপাশি আইনের সঠিক প্রয়োগ আরও বেশি জরুরি

রেজাউজ্জামান ভুঁইয়া বলেন, ‘ছোটবেলা থেকেই শিশুদের মূল্যবোধ শাণিত করতে হয়তাই ছোট থাকতেই যদি তাদের এই নিয়ম কানুন সর্ম্পকে জানানো হয়, তাহলে সচেতনতা তার মগজে ঢুকে যাবেতবে সরকারের পক্ষ থেকে কঠোর আইন প্রয়োগ করাটা এ ক্ষেত্রে আরও বেশি কাজে দেবেযারা শহরের মধ্যে ইচ্ছামত গাড়ি চালাচ্ছে, রাস্তা পার হচ্ছে তারাই কিন্তু ক্যাটনমেন্ট এলাকায় আইন মেনে চলেকারণ সেখানে নিয়ম ভাঙলে শাস্তি পেতে হয়

আঞ্জুমান আরা একজন গৃহিনীএই নারী ট্রাফিকের নিয়ম কানুনের ব্যাপারে তার স্কুল জীবনে বইয়ে কিছু পড়েছিলেন কি না এমন প্রশ্ন করা হলে তিনি কিছুটা দ্বিধায় পড়ে যানতিনি বলেন, ‘অনেক আগের কথা মনে নাইহয়তো ছিল, খেয়াল নাইতবে আমি মনে করি এই বিষয়গুলো বইয়ে আরও বেশি করে রাখা উচিত ছিলতাহলে হয়তো ভুলে যেতাম না

এদিকে, স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিকের নিয়ম সম্পর্কে প্রাথমিক ধারণা দিতে বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে চিঠি দেওয়া হয়েছে বলেও জানা গেছে


শেয়ার করুন

0 facebook: