সিলেট
প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার, বড়লেখায় উপজেলায় একটি তুলার গোদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের
ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (২৯ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে পৌরশহরে মসুদ আলী ট্রেড
সেন্টারের দক্ষিণ পাশের জমির উদ্দিনের তুলার গোদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কোন
হতাহতের ঘটনা ঘটেনি। এই অগ্নিকাণ্ডে একটি মেশিন ও তুলা পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি
হয়েছে।
ফায়ার
সার্ভিস, গোদাম
মালিক ও স্থানীয় সূত্রে জানা গেছে,
শুক্রবার (২৯ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে মসুদ আলী ট্রেড সেন্টারের
দক্ষিণ পাশের জমির উদ্দিনের টিনশেডের তুলার গোদামের ভেতরে আগুন জ্বলতে দেখেন পাশের
ব্যবসায়ীরা। এসময় গোদাম বন্ধ ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে গিয়ে স্থানীয়
ব্যবসায়ীদের সহায়তায় প্রায় দুইঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। তবে এর আগেই গোদামের
সকল মালামাল পুড়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গোদামের
মালিক জমির উদ্দিন বলেন,
বেলা ‘আড়াইটার
দিকে এক কর্মচারী আগুন জ্বলতে দেখে। এসময় গোদাম বন্ধ ছিল। বিদ্যুতের মেইন সুইচও বন্ধ
ছিল। কেউ হয়তো সিগারেট খেয়ে গোদামে ফেলে দিয়েছিল। এ জন্য আগুন ধরেছে। কয়েকদিন আগে নতুন
চার গাড়ি তুলা এনেছি। ঘরে আরও তুলা ও মালামাল ছিল। সব মিলিয়ে ১৫ লাখ টাকার উপরে ক্ষয়ক্ষতি
হবে।’
বড়লেখা
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুনিম সারোয়ার অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে শুক্রবার
(২৯ ডিসেম্বর) বিকেলে বলেন,
‘আগুনের সূত্রপাতের বিষয়ে কিছু বলা যাচ্ছে না। প্রায় দুই ঘন্টা লেগেছে
আগুন নেভাতে।’
খবর বিভাগঃ
বিভাগীয় সংবাদ
মৌলভীবাজার
সারাদেশ
0 facebook: