আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের গজনিতে তালেবান সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত ২টার দিকের এই হামলায় নিহত হয়েছেন অন্তত ১৪ সেনা। এছাড়া ২০ সেনাসহ আহত হয়েছেন আরও শতাধিক। গজনী শহরের হাসপাতালের কর্মকর্তা বাজ মোহাম্মদ হেমাত এই হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। খবর দ্য গার্ডিয়ান।
তালেবানের এক বিবৃতিতে বলা হয়, তাদের যোদ্ধারা নগরীর অধিকাংশ সরকারি ভবন দখল করে নিয়েছে। বাজ মোহাম্মদ হেমাত জানান, আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গজনিতে তালেবান সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন অন্তত ১৪ আফগান সৈন্য। আহত হয়েছেন শতাধিক মানুষ। আহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর ২০ সদস্য রয়েছেন।
তিনি আরও জানান, বেসামরিক এলাকা ও বিভিন্ন সেনা চৌকিতে মর্টার হামলা চালানো হয়। সেখানে যুদ্ধে অনেক তালেবান সন্ত্রাসী নিহত হয়েছেন এবং তাদের মরদেহ বিভিন্ন রাস্তায় পড়ে রয়েছে।
প্রাদেশিক পুলিশ প্রধান ফরিদ আহমেদ মাশাল বলেন, তালেবান সন্ত্রাসীরা বৃহস্পতিবার রাতে নগরীর বিভিন্ন অবস্থান থেকে হামলা শুরু করে। গজনির বাসিন্দা ইয়াসান জানান বলেন, তালেবানরা মসজিদের মাইক ব্যবহার করে স্থানীয় বাসিন্দাদের তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বলেছে।
উল্লেখ্য, এর আগে চলতি মাসের শুরুতে আফগানিস্তানের পূর্বাঞ্চলে আত্মঘাতী বোমা হামলায় ন্যাটোর তিন সেনা সদস্য নিহত হয়েছিলেন। ওই হামলারও দায় স্বীকার করেছিলেন সন্ত্রাসী সংগঠন তালেবান।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: